বড়দিনের বিস্ফোরণের হোতা বলেছিল, বিখ্যাত হতে চলেছি

অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর।। যুক্তরাষ্ট্রের ন্যাশভিল শহরতলীর বিস্ফোরণের ‘উদ্দেশ্য’ তিনদিন পরও খুঁজে চলেছেন তদন্তকারীরা। সিএনএন জানায়, ৬৩ বছরের অ্যান্থনি কুইন ওয়ার্নার বোমা হামলাকারী হিসেবে চিহ্নিত হয়েছে। তিনি নিজের গাড়িতেই বিস্ফোরণে মারা যান। এ বিস্ফোরণে কমপক্ষে আটজন আহত হন, ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০টির বেশি বাড়ি। এর মধ্যে ওয়ারলেস সার্ভিস এটি অ্যান্ড টি’র স্থাপনাও ছিল। ২০১০ সাল থেকে ওয়ার্নারকে প্রতিবেশী হিসেবে দেখছেন রিক লাউড। তিনি জানান, বিস্ফোরণের চার দিন আগে ওয়ার্নারের সঙ্গে কথা হয়েছিল। হেই অ্যান্থনি, বড়দিনে সান্তা তোমার জন্য ভালো কিছু আনতে চলেছে? লাউডের এমন প্রশ্ন ওয়ার্নার বলেছিলেন, “হ্যাঁ, আমি আরও বিখ্যাত হতে চলেছি।

এত বিখ্যাত যে, ন্যাশভিল কখনো আমাকে ভুলতে পারবে না। ” তবে লাউড পরিষ্কার করে জানান, তিনি ওয়ার্নারের বন্ধু ছিলেন না। এমনকি প্রতিবেশীদের মধ্যে কারো সঙ্গে কখনো তার সখ্য দেখা যায়নি। ওয়ার্নার বরাবরই একা থাকতেন। এফবিএ এজেন্ট ডগ করনেস্কি জানান, ‘সম্ভাব্য উদ্দেশ্য’ বোঝার জন্য অনেকের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। ওয়ার্নার ছাড়া এ ঘটনায় অন্য কারো জড়িত থাকার ইঙ্গিত পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের ন্যাশভিলের শহরতলি এলাকায় গাড়িবোমাটি বিস্ফোরিত হয় বড়দিনের সকালে। তখন এ ঘটনাকে পুলিশ ‘উদ্দেশ্যমূলক তৎপরতা’ বলে উল্লেখ করেছিল। ঘটনাস্থলে দ্রুত তৎপরতা চালানোর জন্য ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন উদ্ধারকর্মীদের প্রশংসা করেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?