অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর।। এই মুহূর্তে গোটা দেশে লাভ জেহাদ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে। চলতে পরিস্থিতিতে লাভ জেহাদ নিয়ে মুখ খুললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। জানালেন বিয়ের জন্য ধর্মান্তরকরণ তিনি সমর্থন করেন না। প্রতিরক্ষামন্ত্রী পাল্টা প্রশ্ন তোলেন, বিয়ের জন্য কেউ ধর্ম পরিবর্তন করতে যাবেন কেন? একই সঙ্গে রাজনাথ বলেন, দেশে গণহারে ধর্মান্তর চলছে এটা বন্ধ হওয়া উচিত।ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ-সহ বিজেপি শাসিত বেশ কয়েকটি রাজ্য লাভ জেহাদের বিরুদ্ধে আইন তৈরি করেছে। সেই আইনের অপপ্রয়োগের অভিযোগও উঠতে শুরু করেছে।
এ প্রসঙ্গে রাজনাথ বলেন, স্বাভাবিক বিবাহ ও ধর্মান্তরের জন্য বিবাহ দুইয়ের মধ্যে পার্থক্য আছে। আমরা দেখি অনেক সময় জোর করে কিংবা কোনও কিছুর প্রলোভন দেখিয়ে মানুষকে ধর্মান্তরিত করা হয়। এটা ঠিক না। তাই আইন তৈরি করার আগে এ বিষয়টি মাথায় রাখা উচিত। আমার ব্যক্তিগত মতামত হল বিয়ের জন্য কারও ধর্ম পরিবর্তন করার কোনও প্রয়োজন হয় না।কয়েকদিন আগে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং বলেছিলেন, সরকার সকলের জন্যই কাজ করবে। জাতপাত ধর্ম এসবের ভিত্তিতে সরকার কাজ করে না।
কিন্তু কেউ যদি আমাদের মেয়েদের জোর করে ধর্মান্তর করার চেষ্টা করে তবে সরকার সেটা মানবে না। চলতি মাসেই লাভ জিহাদের বিরুদ্ধে একটি আইনের খসড়া তৈরি করেছে শিবরাজ সরকার। ওই আইনে বলা হয়েছে, ধর্ম পরিবর্তন করার উদ্দেশ্য নিয়ে যদি কেউ বিবাহ করে তবে সংশ্লিষ্ট মানুষটির দশ বছরের কারাদণ্ড হবে। কিছুদিন আগে হরিয়ানা ও কর্নাটক সরকারও লাভ জেহাদের বিরুদ্ধে আইন করেছে।