অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর।। কৃষক আন্দোলন নিয়ে প্রতিদিন নিয়ম করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সরকারকে আক্রমণ করে চলেছেন রাহুল গান্ধি। এবার রাহুলকে তীব্র কটাক্ষ করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বুধবার রাজনাথ বলেন, আমি নিজে একজন কৃষক পরিবারের সন্তান। কিভাবে চাষাবাদ করতে হয় সেটা আমি রাহুলজির থেকে অনেক ভাল বুঝি। কারণ পারিবারিক সূত্রে আমাকে চাষবাস করতে হয়েছে। রাজনৈতিক মহল মনে করছে, এইটুকু কথা বলেই রাজনাথ তাঁর বক্তব্য স্পষ্ট করেননি। আসলে রাজনাথ রাহুলকে কটাক্ষ করে বলতে চেয়েছেন, তিনি এক ধনী পরিবারের সন্তান। তাই কৃষি ও কৃষকের যন্ত্রণা তাঁর পক্ষে বোঝা সম্ভব নয়।
রাহুলকে কটাক্ষ করা ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও এদিন রাজনাথের মতবিরোধের একটি বিষয় সামনে এসেছে। প্রতিবাদী কৃষকদের মধ্যে মাওবাদী কিংবা খালিস্তানিরা ঢুকে রয়েছে এমন মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী। এ প্রসঙ্গে রাজনাথ বলেন, কোনও কৃষকের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা উচিত নয়। কারও সম্পর্কে অভিযোগ করতে হলে সে বিষয়ে নিশ্চিত হতে হবে। মনে রাখতে হবে কৃষকরা আমাদের অন্নদাতা। রাহুলের সমালোচনা করে রাজনাথ এদিন বলেন, আমি এক কৃষক পরিবারে জন্মেছি। আমার বাবা ও মা দুজনেই কৃষক ছিলেন। কৃষক মায়ের গর্ভে আমার জন্ম। এক সময় আমি চাষবাস করেছি। তাই চাষবাস কিভাবে করতে হয়, কৃষকদের কি সমস্যা, সেটা আমি রাহুলের থেকে অনেক বেশি বুঝি।
তাছাড়া রাহুলজি আমার থেকে বয়সে অনেক ছোট। স্বাভাবিকভাবেই তাঁর অভিজ্ঞতা কম। আমাদের প্রধানমন্ত্রীও এক গরীব মায়ের গর্ভে জন্মেছেন। তিনিও মাটি থেকে উঠে এসেছেন। তাই তিনিও কৃষকদের দুঃখ-দুর্দশা সম্পর্কে যথেষ্ট সচেতন। রাহুল প্রসঙ্গে রাজনাথ এর চেয়ে বেশি কোন কথা না বললেও রাজনৈতিক মহল মনে করছে, রাহুল যে ধনী পরিবারের সন্তান সেটাই মনে করিয়ে দিতে চেয়েছেন রাজনাথ। যে পরিবারের সঙ্গে কৃষি কাজের কোনও সম্পর্কই নেই সেই পরিবারের কোনও সদস্যের পক্ষে কৃষি ও কৃষকের যন্ত্রণা অনুভব করা কখনওই সম্ভব নয়।