অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর।। শেষ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজ। করোনা আক্রান্ত হওয়ায় চলতি মাসের ৫ তারিখে মন্ত্রীকে হাসপাতলে ভর্তি করতে হয়েছিল। বুধবার সকালে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ভিজকে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবর মন্ত্রী নিজেই ট্যুইট করে জানিয়েছেন। তবে বাড়ি ফিরলেও আপাতত ভিজকে আরও কয়েকদিন অক্সিজেন সাপোর্টে থাকতে হবে। বাড়ি ফেরার পর ভিজ এদিন টুইট করে জানান, আমাকে আজ মেদান্ত হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আপাতত আমি কয়েকদিন বাড়িতে অক্সিজেন সাপোর্টে থাকব। করোনা আক্রান্ত ভিজের ফুসফুসে বড় মাপের সংক্রমণ হয়েছিল বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, হরিয়ানার প্রথম মানুষ হিসেবে ২০ নভেম্বর তিনি করোনার টিকা নিয়েছিলেন। টিকা নেওয়ার দুই সপ্তাহের মধ্যেই করোনা আক্রান্ত হয়েছিলেন ভিজ। সে সময়ে অনেকেই ওই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ওই সময় মন্ত্রী জানান, তিনি করোনার টিকার মাত্র একটি ডোজ নিয়েছেন। দ্বিতীয় ডোজ নেওয়ার আগেই তিনি করোনা আক্রান্ত হয়েছেন। টিকা নেওয়ার পর ৪২ দিন লাগে শরীরে অ্যান্টিবডি তৈরি হতে। তাঁর ক্ষেত্রে সেই সময় মেলেনি। অযথা টিকার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা ভুল। উল্লেখ্য, ৫ ডিসেম্বর করোনা আক্রান্ত ভিজকে প্রথমে হরিয়ানার সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে নিয়ে যাওয়া হয় রোহতকের পিজিআইএমএস হাসপাতালে। সেখানে মন্ত্রীর শরীরে প্লাজমা থেরাপি করা হয়েছিল। কিন্তু অসুস্থতা আরও বাড়ায় শেষ পর্যন্ত ১৬ ডিসেম্বর ভিজকে মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়।