অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর।। বুধবার বিশ্বের প্রথম দেশ হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার করোনা টিকায় ছাড়পত্র দিল ব্রিটেন। এদিন সেদেশের স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির সুপারিশ অনুযায়ী অক্সফোর্ড অ্যাস্ট্রেজেনেকার টিকা ব্যবহারের জন্য অনুমোদন করা হল’। এর আগে ফাইজারের করোনা টিকায় ছাড়পত্র দিয়েছিল ব্রিটেন। ইতিমধ্যেই সেই টিকাকরণের কাজ শুরু হয়ে গিয়েছে ব্রিটেনে। জানা গিয়েছে, আগামী ৪ জানুয়ারি থেকে এই প্রতিষেধকের ব্যবহার শুরু হবে ব্রিটেনে।
উল্লেখ্য, এই টিকার দু’টি ডোজ দেওয়া হবে চার সপ্তাহ থেকে ১২ সপ্তাহের ব্যবধানে। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এই টিকার পরীক্ষামূলক ট্রায়াল চলার সময় স্বেচ্ছাসেবকদের শরীরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় নি। অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকাই প্রথম করোনার টিকা প্রস্তুতকারী সংস্থা যারা করোনা টিকার ট্রায়ালের ফলাফল কোনও জার্নালে প্রকাশ করেছিল। সায়েন্স জার্নাল ল্যানসেটে প্রকাশিত হয়েছে সেই রিপোর্ট।