অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর।। আর মাস চারেক পরেই তামিলনাড়ু বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে বুধবার বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ। বুধবার সকালে চেন্নাইয়ে বিজেপির পর্যবেক্ষক সিটি রবি এবং রাজ্য বিজেপি সভাপতি এল মুরুগানের উপস্থিতিতে তিনি বিজেপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন শিবরামকৃষ্ণণ। উল্লেখ্য, গত সাত বছরে কাশ্মীর থেকে কন্যাকুমারীকা প্রায় সব রাজ্যেই বিজেপি একটি বড় রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। বেশিরভাগ রাজ্যে গেরুয়া দল এককভাবে বা জোট গড়ে ক্ষমতায় রয়েছে।
এরই মধ্যে ব্যতিক্রম হল দক্ষিণের রাজ্য কেরল ও তামিলনাড়ু। তবে সম্প্রতি কেরলে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে শুরু করেছে বিজেপি। বাকি আছে তামিলনাড়ু। সম্প্রতি তামিলনাড়ুতেও নিজেদের প্রভাব বাড়াতে সব ধরনের চেষ্টা চালাচ্ছে নরেন্দ্র মোদি, অমিত শাহর দল। একেবারে দক্ষিণের এই রাজ্যে বিভিন্ন দল থেকে বেশ কিছু নেতা বিজেপিতে যোগ দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য নাম হল কংগ্রেসের খুশবু সুন্দর। ডিএমকে প্রধান এমকে স্ট্যালিনের দাদা এমকে আলাগিরির সঙ্গেও বিজেপির ঘনিষ্ঠতা ক্রমশই বাড়ছে। এরই মধ্যে শিবরামকৃষ্ণণ-এর মত প্রাক্তন ক্রিকেট তারকা দলে যোগ দেওয়ায় গেরুয়া শিবিরের প্রাসঙ্গিকতা ও গুরুত্ব অনেকটাই বাড়বে বলে মনে করছে রাজনৈতিক মহল।
সম্প্রতি জোট সঙ্গী এআইএডিএমকের সঙ্গে বিজেপির সম্পর্কের অবনতি হয়েছে। বিজেপিকে এই দল খুব একটা বেশি আসন ছাড়তে রাজি নয়।এই পরিস্থিতিতে শিবরামকৃষ্ণণ বিজেপিতে যোগ দেওয়ায় গেরুয়া দলের শক্তি ও গুরুত্ব বৃদ্ধি পাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর প্রায় কুড়ি বছর ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন শিবরামকৃষ্ণণ। একই সঙ্গে তিনি বেঙ্গালুরুর ক্রিকেট কাডেমিতে কোচিং করান। আছেন আইসিসির ক্রিকেট কমটিতে। এবার রাজনীতির ময়দানেও নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই প্রাক্তন লেগ স্পিনার।