স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ ডিসেম্বর।। স্বনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে রাজ্যে স্বরোজগারের সাথে যুক্তদের সব সময় উৎসাহ দিয়ে আসছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ স্বরোজগারের মাধ্যমে যারাই স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন তাদের উৎসাহিত করতে কখনও কখনও তাদের বাড়িতেও ছুটে যাচ্ছেন মুখ্যমন্ত্রী৷
আজ বিকেলে লঙ্কামুড়ায় এমনই একজন শিক্ষিত যুবক সুুমন রুদ্রপালের বাড়িতে যান মুখ্যমন্ত্রী৷ সুুমন রুদ্রপাল বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে স্বনির্ভর হওয়ার উদ্যোগ নিয়েছেন৷ আগরতলার লঙ্কামুড়ার পাল পাড়ায় সুুমন রুদ্রপালের বাড়ি৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ লঙ্কামুড়ার পাল পাড়ায় গিয়ে তার সাথে কথা বলেন৷
মুখ্যমন্ত্রী বায়োফ্লক পদ্ধতিতে সুুমন রুদ্রপালের মাছ চাষের ব্যবস্থাপনা, মাছ চাষের জন্য তৈরি ট্যাঙ্ক ঘুরে দেখেন৷ মুখ্যমন্ত্রীর সাথে কথা বলার সময় উদ্যমী যুবক সুুমন রুদ্রপাল মুখ্যমন্ত্রীকে জানান, তিনি এম বি এ পাশ করেছেন৷ কিন্তু সরকারি চাকরিকেই তিনি জীবনে সফলতার একমাত্র মাধ্যম হিসেবে মানতে চাননি৷ স্বরোজগারের মাধ্যমে স্বনির্ভর হতে চেয়েছেন তিনি৷ তাই গত দেড় বছর ধরে বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করছেন৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সুুমন রুদ্রপালের স্বনির্ভর হওয়ার মানসিকতার প্রশংসা করেন এবং তাকে উৎসাহিত করেন৷ সুুমন রুদ্রপাল মুখ্যমন্ত্রীকে জানান, বর্তমানে তিনি কই, তেলাপিয়া এবং শিং মাছ চাষ করছেন৷ তিনি আরও জানান, বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ করার ক্ষেত্রে জলাশয়ের তুলনায় মাছের খাবার কম লাগে৷
প্রতি তিনমাস অন্তর মাছ বাজারজাতকরণের উপযুক্ত হয়ে যায়৷ মুখ্যমন্ত্রী মাছের দাম সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, প্রতি কেজি তেলাপিয়া পাইকারি হিসেবে ১৫০ টাকা করে বিক্রি করছেন৷ পরে তার পরিবারের লোকজনদের সাথেও কথা বলেন মুখ্যমন্ত্রী৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন বিকেলে দক্ষিণ নারায়ণপুরের শ্রীপল্লি খেলার মাঠ সংলগ এলাকা পরিদর্শন করেন৷ ঐ এলাকার মানুষ সেখানে একটি বর্ডার হাট ও কোল্ড স্টোরেজ স্থাপন করার দাবি জানান মুখ্যমন্ত্রীর কাছে৷
বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা শ্রীপল্লির খেলারমাঠ সংলগ স্থানে দুটি বড় খোলা শেড এবং ছয়টি স্টল রয়েছে৷ মুখ্যমন্ত্রী সেগুলিও ঘুরে দেখেন৷ মুখ্যমন্ত্রীর পরিদর্শনকালে বিধায়ক ডা. দিলীপ কুমার দাস উপস্থিত ছিলেন৷