সরকারের দেওয়া খাবার খেলেন কৃষকরা

অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর।। তিন কৃষি আইন প্রত্যাহার করা নিয়ে কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসেছেন কৃষক প্রতিনিধিরা। দুপুর দু’টোয় বিজ্ঞান ভবনে এই বৈঠক শুরু হয়। এর আগে যে সমস্ত বৈঠক হয়েছে সেখানে দেখা গিয়েছে, সরকারের দেওয়া চাটুকুও মুখে তোলেননি কৃষকরা। খাবার খাওয়া তো দূরের কথা। এমনকি, পানীয় জলটুকুও তাঁরা সঙ্গে করে এনেছিলেন।স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের খাবার খাওয়ার প্রস্তাব তাঁরা সবিনয়ে প্রত্যাখ্যান করেছিলেন। বৈঠকের মাঝপথে তাঁরা বিজ্ঞান ভবনের মেঝেয় বসে নিজেদের আনা খাবার খেয়েছিলেন। এভাবেই কৃষকরা কেন্দ্রের ওই আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন। তবে বুধবারের চিত্রটা ছিল ঠিক এর বিপরীত।

বুধবার বৈঠকের মাঝপথে দুই কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল ও নরেন্দ্র সিং তোমরের সঙ্গে দুপুরের খাবার খান কৃষক নেতারা।
আগের বৈঠকগুলির মতো এদিনও কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত কৃষক প্রতিনিধিদের জন্য পর্যাপ্ত খাবারের আয়োজন করা হয়েছিল। দুই মন্ত্রীর অনুরোধে শেষ পর্যন্ত কৃষক প্রতিনিধিরা সরকারের দেওয়া খাবার খেতে রাজি হন। আজকের বৈঠকের আলোচ্যসূচির একটি খসড়া মঙ্গলবারই কেন্দ্রের কাছে লিখিতভাবে পাঠিয়েছিলেন কৃষক নেতারা। সেখানে বলা হয়েছিল, তিন কৃষি আইন প্রত্যাহার করতে হবে।

ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে সরকারকে গ্যারান্টি দিতে হবে। ওই সমস্ত দাবিকে সামনে রেখেই চলছে বৈঠক। এখনও পর্যন্ত বৈঠক শেষ হয়নি। বৈঠকে আলোচনার কী অগ্রগতি হয়েছে সে সম্পর্কেও এখনও পর্যন্ত কোনও খবর বাইরে আসেনি। তবে বৈঠক শুরুর আগে দুই কেন্দ্রীয় মন্ত্রী আশাপ্রকাশ করেছেন, এই বৈঠকেই একটি চূড়ান্ত সমাধান হবে। অর্থাৎ কৃষকরা নতুন বছরের উৎসব তাঁদের পরিবারের সঙ্গেই বাড়ি ফিরে পালন করবেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?