অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর।। নরেন্দ্র মোদি সরকারের তৈরি করা তিন কৃষি আইন নিয়ে প্রথম থেকেই বিতর্ক বেধেছে। কৃষকদের দাবি, এই আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে। কারণ এই তিন আইন কৃষক বিরোধী। অন্যদিকে সরকার পক্ষের পাল্টা বক্তব্য ছিল, কৃষকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই আইন তৈরি হয়েছে। কৃষকদের উন্নয়নের জন্যই এই আইন করা হয়েছে। সম্প্রতি তথ্য জানার অধিকার আইন বা আরটিআই-এ করা এক প্রশ্নের উত্তর কিন্তু অন্য কথা বলছে। জানা গিয়েছে, নতুন আইন তৈরির আগে কৃষকদের সঙ্গে আলোচনা করা হয়েছে এমন কোনো রেকর্ড কেন্দ্রের কাছে নেই। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর দাবি করেছিলেন, দীর্ঘদিন ধরে কৃষকদের সঙ্গে নতুন আইন নিয়ে কথা হয়েছে।
শুধু কৃষকদের সঙ্গে নয়, মান্ডির আধিকারিকদের সঙ্গেও তাঁরা আলোচনা করেছেন। সকলের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন এই আইন তৈরি করা হয়েছে। এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে ১৫ ডিসেম্বর তথ্য জানার অধিকার আইনে প্রশ্ন করা হয়, কাদের সঙ্গে আলোচনা করা হয়েছিল? ওই আলোচনার বিষয়বস্তু কি ছিল? কেন্দ্র ও সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে কতকগুলি বৈঠক হয়েছিল? বৈঠকে যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত জানতে চাওয়া হয়। ২২ ডিসেম্বর ওই প্রশ্নের উত্তরে জানানো হয়, এ ধরনের কোনও বৈঠকের খবর সরকারের কাছে নেই।
এমনকি, কাদের সঙ্গে কতদিন ধরে কী আলোচনা হয়েছে সে ব্যাপারেও কোনও নথিপত্র নেই সরকারের কাছে। এরপরই বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে, সরকার কৃষকদের সঙ্গে আলোচনা করে আইন তৈরির কথা বললেও তা একেবারেই ভিত্তিহীন। বরং ওই প্রশ্নের জবাব মেলার পর এটাই স্পষ্ট হয়েছে যে, কৃষকদের দাবিই ঠিক। অর্থাৎ তাঁদের সঙ্গে কোনও রকম কথা না বলেই কেন্দ্রের মোদি সরকার এই তিন কৃষি আইন তৈরি করেছে।