জেলা শাসকের কাছে ডেপুটেশন তপশিলি জাতি সমন্বয় সমিতির

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ ডিস

তপশিলি জাতি সমন্বয় সমিতি পশ্চিম জেলা কমিটির পক্ষ থেকে মঙ্গলবার পশ্চিম জেলার জেলাশাসক ওফিসের ১৪ দফা দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়৷ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির নেতা তথা বিধায়ক সুজন দাসের নেতৃত্বে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়৷

ডেপুটেশন ও স্মারকলিপি প্রদানের আগে রাজধানী আগরতলা শহরে তপশিলিই এক মিছিল সংঘটিত করা হয়৷ মিছিলটি শহরের বিভিন্ন পথ অতিক্রম করে জেলাশাসক অফিসের সামনে এসে সমবেত হয়৷সেখান থেকে সংগঠনের এক প্রতিনিধি দল জেলাশাসক অফিসে গিয়ে জেলাশাসকের উদ্দেশ ১৪ দফা দাবি সনদ তুলে দেন৷ডেপুটেশন ও স্মারকলিপিতে উল্লেখিত দাবি গুলি পর্যালোচনা করে ব

ক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুজন দাস বলেন গ্রামীণ ও শহরের এলাকায় বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছেন৷এইসব কর্মহীন লোকজনদের কাজের ব্যবস্থা করতে তিনি জেলা শাসকের কাছে জোরালো দাবিদাবি।

জানিয়েছেন৷বর্তমান সরকারের কাজ-কর্মের তীব্র সমালোচনা করতে গিয়ে বিধায়ক শোধন দাস বলেন বাম আমলে রাজ্যে বছরে ৯৫ দিন এমজিএন রেগায় কাজ হতো৷বর্তমান সরকারের আমলে কাজ কমে এসে দাঁড়িয়েছে বছরে ৪০থেকে ৪৫ দিন৷ শহর এবং গ্রাম সব জায়গাতেই কাজের পরিমাণ

কমে গেছে বলেও তিনি করেন৷কর্মহীন মানুষের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় মানুষের অর্থনৈতিক অবস্থা আরও দুর্বল হয়ে পড়তে শুরু করেছে৷ তাতে অনাহারী মানুষের সংখ্যা বাড়ছে বলেও তিনি উল্লেখ করেন৷প্রতিটি মানুষের কাজ ও খাদ্যের নিশ্চয়তা দিতে তিনি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে জোরালো দাবি জানিয়েছেন৷এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ

করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন৷ শুধু পশ্চিম জেলাতেই নয় রাজ্যের প্রতিটি জেলাতেই ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি জেলা শাসকের কাছে এসব দাবির ভিত্তিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান কর্মসূচী অব্যাহত রেখেছেন বলে জানান সংগঠনের নেতা তথা বিধায়ক সুধন দাস৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?