অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর।। করোনা ভাইরাসের নতুন স্ট্রেন নিয়ে গোটা দেশেই উদ্বেগ ছড়িয়েছে। সম্প্রতি ব্রিটেন থেকে দেশে ফেরা বেশ কয়েক জনের শরীরে এই ব্রিটেন স্ট্রেন ধরা পড়েছে। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মহারাষ্ট্র সরকার ৩১ জানুয়ারি পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল। রাজ্য সরকারের আশঙ্কা, এখনই যদি শিথিলতা দেখানো হয় তবে রাজ্যে নতুন করে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়বে। উদ্ধব ঠাকরে সরকার বুধবার একটি নতুন নির্দেশিকাও প্রকাশ করেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেক মানুষকে আগের মতই করোনজনিত সব ধরনের বিধি-নিষেধ মেনে চলতে হবে।
আন্তর্জাতিক বিমানে মুম্বইয়ে আসা প্রত্যেক যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। কারও শরীরে করোনা ভাইরাসের সন্ধান মিললে সঙ্গে সঙ্গেই তাকে আইসোলেশনে পাঠানো হবে। একই সঙ্গে রাজ্য সরকার নাইট কার্ফু জারি করেছে। বর্ষশেষের উৎসবে মানুষ যাতে বাঁধনছাড়াভাবে বাইরে বেরিয়ে আসতে না পারে সে জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। উল্লেখ্য, দেশের মধ্যে করোনার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে মহারাষ্ট্রে। এই রাজ্যে করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ছাড়িয়ে গিয়েছে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪৯ হাজার ৩৯১। তবে এই মুহূর্তে রাজ্যের পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই ভাল। সে কারণেই ঠাকরে সরকার নতুন করে কোনও ঝুঁকি নিতে রাজি নয়। বিশেষ করে করোনার নতুন স্ট্রেন ৭০ শতাংশ বেশি সংক্রামক। সে কথা মাথায় রেখেই রাজ্য সরকার লকডাউনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।