অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর।। মহিলাদের ছবি বিকৃত করে তাঁদের নগ্ন ছবি তৈরি করা। তারপর তা ফাঁস করার হুমকি দিয়ে ব্ল্যাকমেল। অবশেষে এক ব্যাংক ম্যানেজারকে ফাঁসাতে গিয়ে পুলিশের জালে ধরা পড়তে হল নয়ডার এক যুবককে। বছর দুয়েক আগেও এমন কীর্তির জন্য জেলে যেতে হয়েছিল তাঁকে। কিন্তু শিক্ষা যে হয়নি, তা ফের একই অপরাধ প্রমাণ করল। দিল্লির মালব্যনগরের এক তরুণীর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্ত সুমিত ঝা’কে। শিক্ষাগত যোগ্যতা বি.কম। স্নাতক হওয়ার পর চাকরি বাকরি না করে এই ঘৃণ্য কাজই শুরু করেছিল সুমিত।
পুলিশ জানাচ্ছে, এতদিন অবধি তাঁর ‘টার্গেট’ হতে হয়েছে শতাধিক যুবতীকে! সেই ভাবেই বেসরকারি ব্যাংকের ওই মহিলা ম্যানেজারকেও বিরক্ত করা শুরু করেছিল সে। টাকা না দিলে তাঁর নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার লাগাতার হুমকি দিচ্ছিল। অবশেষে পুলিশের দ্বারস্থ হন ওই তরুণী। দ্রুত সুমিতকে ধরতে তদন্তে নামে পুলিশ। কিন্তু ২৬ বছরে ওই অভিযুক্তকে ধরা খুব সহজ ছিল না। সে হোয়াটসঅ্যাপ ও অন্যান্য অ্যাপে কল করত ‘ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল’-এর সাহায্যে। যাতে তাকে চিহ্নিত না করতে পারা যায়। কিন্তু শেষ পর্যন্ত মঙ্গলবার গোপন সূত্রে পাওয়া তথ্য ও সার্ভিস প্রোভাইডারদের সাহায্যে তার নাগাল মেলে। সঙ্গে সঙ্গেই সুমিতকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডেপুটি পুলিশ কমিশনার অতুলকুমার ঠাকুর। ইতিমধ্যেই মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুরো বিষয়টি খুঁটিয়ে দেখতে শুরু হয়েছে তদন্ত।