কর্নাটকের পঞ্চায়েত নির্বাচনেও বিজেপির জয়জয়কার

অনলাইন ডেস্ক, ৩০ ডিসেম্বর।। রাজস্থান, গোয়ার পর কর্নাটকের পঞ্চায়েত নির্বাচনেও বিজেপির জয়জয়কার। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে রাজ্যের ৫৭৬২ টি গ্রাম পঞ্চায়েতের ৭০ হাজার আসনের মধ্যে অর্ধেকের বেশি আসনে এগিয়ে আছে বিজেপি। অনেকটাই পিছিয়ে রয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস। এইচডি কুমারস্বামীর নেতৃত্বাধীন জেডিএস রয়েছে তৃতীয় স্থানে। চলতি মাসের  ২২ ও ২৭ তারিখে দুই দফায় ভোট নেওয়া হয়েছিল। কর্নাটকের এই পঞ্চায়েত নির্বাচনে একটি জেলা বাদে অন্য সব জেলাতেই ভোট হয়েছে ব্যালটে।

তাই চূড়ান্ত ফলাফল বের হতে হয়তো রাত হয়ে যাবে। কর্নাটক পঞ্চায়েত নির্বাচনের বৈশিষ্ট্য হল, এখানে কোনও রাজনৈতিক দলই দলীয় প্রতীকে লড়েনা। সে দিক থেকে দেখতে গেলে এই ফলাফলকে কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের সাফল্য বা ব্যর্থতা হিসেবে সরাসরি উল্লেখ করা যায় না। তবে এটা ঠিক যে সব প্রার্থীর পিছনেই বিশেষ কোনও একটি রাজনৈতিক দলের সমর্থন থাকে। প্রার্থীরা প্রায় সকলেই অঘোষিতভাবে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে লড়াই করেন। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, বিজেপি এগিয়ে আছে ৩৪ হাজারের বেশি আসনে। দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস ১৭ হাজারের মতো আসনে এগিয়ে রয়েছে। জেডিএস এগিয়ে রয়েছে সাড়ে তিন হাজার আসনে। সম্প্রতি রাজ্যের বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের কংগ্রেসকে মুছে দিয়েছিল বিজেপি।

তার মাসখানেকের মধ্যেই পঞ্চায়েত নির্বাচনে বিজেপি সমর্থিত প্রার্থীদের এই জয় নিঃসন্দেহে গেরুয়া দলকে উচ্চসিত করবে। চলতি কৃষক আন্দোলনের প্রেক্ষিতে এই নির্বাচন ছিল খুবই গুরুত্বপূর্ণ। সে দিক থেকে বলা যায়, কৃষি আন্দোলনের কোনও প্রভাব দক্ষিণে এই রাজ্যে পড়েনি। পঞ্চায়েত নির্বাচন হয়ে থাকে গ্রামাঞ্চলে। কৃষি আইন নিয়ে কৃষকদের মধ্যে যদি অসন্তোষ বা ক্ষোভ থাকতো তাহলে বিজেপি কখনওই এত আসনে এগিয়ে থাকতে পারত না। যদিও কংগ্রেস অভিযোগ করেছে, রাজ্যের বিজেপি সরকার পুলিশ, প্রশাসন ও সরকারি ক্ষমতাকে ব্যবহার করে এই সাফল্য পেয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?