স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ যুবক খুনের ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে৷ তাকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড চেয়েছিল পুলিশ৷ আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেছে৷ গত ২৬ ডিসেম্বর সাতসকালে রক্তাক্ত জনৈক যুবককে নগ্ণ অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ৷ তাঁকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছিলেন৷ মৃত যুবকের নাম অভিজিৎ পোদ্দার৷
তিনি আগরতলা গান্ধীঘাট এলাকার বাসিন্দা৷প্রসঙ্গত, গত শনিবার সকালে রাধাপুর থানাধীন কলাবাগান বেলবাড়ি এলাকায় এক যুবককে সম্পূর্ণ নগ্ণ অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় জনগণ৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রাধাপুর থানায়৷ খবর পেয়ে রাধাপুর থানা এবং জিরানিয়া থেকে দমকল বাহিনী ছুটে যায়৷ তাঁকে উদ্ধার করে জিবি হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভরতি করা হলেও চিকিৎসকরা
তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ওই ঘটনায় পুলিশ আজ এক যুবক-কে গ্রেফতার করেছে৷ এ-বিষয়ে এপিপি বিদ্যুৎ সূত্রধর জানিয়েছেন, অভিজিৎ পোদ্দার খুনের ঘটনায় পুলিশ সাগর দাস নাম এক যুবক-কে গ্রেফতার করেছে৷
সাথে একটি গাড়ি ও বিভিন্ন রকমের জিনিস পুলিশ বাজেয়াপ্ত করেছে৷ শুধু তাই নয়, কিছু ভিডিও ফুটেজও উদ্ধার করেছে পুলিশ৷ আজ তাকে আদালতে সোপর্দ করে ৭ দিনের রিমান্ড চেয়েছিল৷ আদালত পুলিশের ওই আবেদন মঞ্জুর করেছে৷বিদ্যুৎবাবু বলেন, রাধাপুর থানার পুলিশ ওই ঘটনায় তদন্ত করছে৷ ভারতীয় দণ্ডবিধি ৩০২ ধারায় মামলা রুজু হয়েছে৷