অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর।। যুক্তরাজ্যে করোনা আক্রান্তের নতুন রেকর্ড হয়েছে। সোমবার একদিনে ৪১ হাজার ৩৮৫ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। বিবিসি জানিয়েছে, নতুন ধরনের করোনাভাইরাসের জন্য শনাক্তের সংখ্যা বাড়ছে। হঠাৎ করোনা আক্রান্তের সংখ্যা এতটা বেড়ে যাওয়ায় হাসপাতালে জায়গার অভাব দেখা দিয়েছে। জরুরি নয়, এমন সব চিকিৎসা বন্ধ করে দেয়া হয়েছে। খুব জরুরি বা করোনা আক্রান্ত ছাড়া আর কোনো চিকিৎসা সেখানে হচ্ছে না। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩৫৭ জন। যুক্তরাজ্যে যখন পুরোদমে টিকা দেয়ার কাজ চলছে, তখন করোনার এই প্রকোপে সরকার রীতিমতো চিন্তিত। ইংল্যান্ডের জনস্বাস্থ্য বিষয়ক মেডিকেল ডিরেক্টর ডয়েল জানিয়েছেন, ‘নতুন প্রজাতির ভাইরাস ৭০ শতাংশ বেশি ছোঁয়াচে।
তাই দ্রুত করোনা ছড়াচ্ছে। আমরা খুবই চিন্তিত। বিশেষ করে হাসপাতালগুলোর অবস্থা নিয়ে। তবে এই ভাইরাস আগের থেকে মারাত্মক বলে কোনো প্রমাণ পাওয়া যায়নি।” যুক্তরাজ্য-জুড়ে এখন করোনার কড়াকড়ি চলছে। নিত্যপ্রয়োজনীয় নয় এমন সব দোকান বন্ধ। রেস্তোরাঁ বন্ধ। ঘরোয়া অনুষ্ঠানেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। দক্ষিণপূর্ব ইংল্যান্ডে যে হারে মানুষ হাসপাতালে ভর্তি হচ্ছেন, তা থেকে মনে হচ্ছে, করোনার প্রথম ঢেউয়ের থেকেও এ বারের প্রকোপ বেশি। সোসাইটি অব অ্যাকিউট মেডিসিনের সাবেক প্রেসিডেন্ট নিক স্ক্রিভেন বলেছেন, এত মানুষ হাসপাতালে ভর্তি, এই ঘটনাই রীতিমতো চিন্তার।