অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর।। করোনাজনিত পরিস্থিতির মধ্যে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই লক্ষ্য পূরণে মঙ্গলবার পণ্যবাহী রেল করিডোরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এদিন প্রধানমন্ত্রী উত্তেরপ্রদেশের নিউ খুরজা-নিউ ভাউপুর রুটের উদ্বোধন করেন। ৩৫১ কিলোমিটার দৈর্ঘ্যের এই নতুন ফ্রেট করিডোরের ফলে ডানকুনি থেকে লুধিয়ানার মধ্যে সংযোগ গড়ে উঠবে। মঙ্গলবার অনলাইন প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের এই রেলপথের উদ্বোধন করেন।
এই পণ্যবাহী রেল করিডোরের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, আত্মনির্ভর ভারত গড়ে তোলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই ডেডিকেটেড ফ্রেট করিডোরগুলি। এই রেলপথের মাধ্যমে সাধারণ ব্যবসায়ী, কৃষক, ও উপভোক্তা সকলেই লাভবান হবেন। বিশেষজ্ঞরা পরিষ্কার জানিয়েছেন, ভারতের মত বিশাল দেশে পণ্যবাহী রেল করিডোরের বিশেষ গুরুত্ব রয়েছে। পণ্য পরিবহনে অকারণ দেরির জন্য চাল, ডাল, থেকে শুরু করে সাধারণ শাক-সবজির মতো পচনশীল দ্রব্য বেশিরভাগটাই নষ্ট হয়। যাত্রীবাহী ট্রেনের জন্যই পণ্যবাহী ট্রেন বা মালগাড়িগুলি নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে পারে না। তাই শুধুমাত্র পণ্যবাহী ট্রেনের জন্য নির্দিষ্ট রেলপথ থাকলে দ্রুত পরিবহণের মাধ্যমে অপচয় বন্ধ হবে। উল্লেখ্য, এই ডেডিকেটেড ফ্রেট করিডোরের মোট দৈর্ঘ্য ১৮৭৫ কিলোমিটার।
পঞ্জাবের লুধিয়ানা থেকে পশ্চিমবঙ্গের ডানকুনি পর্যন্ত এই রেলপথ বিস্তৃত। এই রেলপথের উদ্বোধন করে প্রধানমন্ত্রী আরও বলেন,একটি দল ৬০ বছর কেন্দ্র ক্ষমতায় থাকলেও তারা দেশের উন্নয়নের কথা ভাবেনি। পণ্যবাহী রেলপথ তৈরি করার কথা চিন্তাও করেনি। দেশের উন্নয়নের জন্য পরিকাঠামোর উন্নতি করা যে জরুরি এটা তারা ভাবেনি। পণ্যবাহী রেলপথ বা ফ্রেট করিডরের কাজ সম্পূর্ণ হলে দেশের ব্যবসায়ী ও কৃষকরা বিশেষ উপকৃত হবেন বলে প্রধানমন্ত্রী জানান।