অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর।। আলাপ মাত্র একদিনের। ‘টিন্ডার’ নামে একটি অনলাইন ডেটিং অ্যাপে ২৫ ডিসেম্বর জনৈক যুবকের সঙ্গে আলাপ হয়েছিল এক তরুণীর। ওই তরুণী পেশায় বিমানসেবিকা। আলাপ কিছুটা গড়ানোর পরেই ওই যুবক তরুণীকে দেখা করার প্রস্তাব দেন। পরের দিন অর্থাৎ ২৬ ডিসেম্বর ওই তরুণী যুবকের সঙ্গে দেখা করতে যান। কিন্তু দেখা করতে গিয়েই তাঁকে চরম সর্বনাশের শিকার হতে হল। ওই তরুণী জানিয়েছেন, একটি হোটেলে ওই যুবকের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি ধর্ষিত হন। শুধু তাই নয়, তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের পুণেতে। ইতিমধ্যেই ওই তরুণী পুণের পিম্পরি থানায় সংশ্লিষ্ট যুবকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।
প্রথমে বেশ কয়েকদিন ওই যুবক লুকিয়ে বেড়ালেও শেষ পর্যন্ত সোমবার তাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতে তোলা হলে ওই যুবককে ২ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ২৫ ডিসেম্বর ‘টিন্ডার’ নামে একটি অনলাইন ডেটিং অ্যাপে এক যুবকের সঙ্গে পুণের ওই তরুণীর পরিচয় হয়। ২৬ ডিসেম্বর পুণের হিঞ্জওয়ার্দী এলাকার একটি হোটেলে অভিযুক্তের সঙ্গে দেখা করতে যান ওই তরুণী। সেখানেই তাকে জোর করে মদ খাওয়ানো হয়। এরপর তাকে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই যুবক।
তরুণীর অভিযোগের প্রেক্ষিতে অভিজিৎ নামে ওই যুবককে গ্রেফতার করেছে পিম্পরি থানার পুলিশ। তরুণী তাঁর অভিযোগে জানিয়েছেন, প্রথমদিন দেখা করতে যাওয়ার পরেই ওই যুবক তাঁর অন্তরঙ্গ হতে চায়। তিনি বাধা দিলে তাঁকে বেধড়ক মারধর করা হয়। লাথিমারা ও জুতাপেটা করা হয় তাঁকে। বিকেল ৪ টা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত তাঁর উপর অত্যাচার করা হয়। পুলিশের কাছে ওই যুবকের জন্য উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তরুণী।