অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর।। কখনও নিজের শরীর বা অসুস্থতাকে হালকাভাবে নেবেন না। অসুস্থতাকে হালকাভাবে নেওয়ার মাশুল গুনতে হচ্ছে তাঁকে। হাসপতালের বেডে শুয়ে এবার ভক্তদের এভাবেই সাবধান করলেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি শেঠ। সম্প্রতি নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন শ্রুতি। যেখানে তিনি জানান, সম্প্রতি এক জটিল অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। ২০২০ সাল যে এভাবে তাঁকে এবং তাঁর পরিবারকে এক ঝটকা দিয়ে যাবে শেষ পর্যায়ে এসে, তা ভাবতেও পারেননি তিনি।
ফলে নিজের শরীর, স্বাস্থ্যকে যাতে কেউ হালকাভাবে না নেন, সেই পরামর্শই দেন জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি শ্রুতি শেঠ যে ছবি শেয়ার করেন, সেখানে তাঁকে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখা যায়।শরারত থেকে কিউ হোতা হ্যায় প্যার, রিস্তা ডট কম,কমেডি সার্কাস-এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিক এবং টিভি শোয়ে দেখা গিয়েছে শ্রুতি শেঠকে। ধারাবাহিকের পাশাপাশি তারা রম পম, রাজনীতি, ফানহা-র মতো একাধিক সিনেমায় স্ক্রিন শেয়ার করেন শ্রুতি। সেই অভিনেত্রী যখন হাসপাতালের বেডে শুয়ে অনুরাগীদের সচেতন করেন,তা দেখে জোর শোরগোল শুরু হয়ে যায়। যদিও অস্ত্রোপচারের পর শ্রুতি শেঠ আপাতত বেশ ভাল আছেন বলেই ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।