অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর।। জিনগত রূপান্তর ঘটিয়ে ব্রিটেন-সহ বিভিন্ন দেশে আরও বেশি সংক্রামক হয়ে উঠেছে করোনা। বেশির ভাগ দেশেই লকডাউন চলছে। এ বছর উৎসবের মরসুমটা বাড়িতেই কাটাতে অনুরোধ করা হচ্ছে লোকজনকে। সংক্রমণ-রোধে ওই একই পথে হাঁটল মুম্বই। বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে এ বার ৩১ ডিসেম্বর রাতে রাত্রিকালীন কার্ফু জারি রাখার সিদ্ধান্ত বহাল রাখা হল।
একইসঙ্গে শহরে জারি থাকবে ১৪৪ ধারা। রীতিমতো নির্দেশিকা জারি করেছে মুম্বই পুলিশ জানিয়ে দিয়েছে, বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে এ বার ৩১ ডিসেম্বর রাতে মুম্বইয়ে কোনও পার্টি-জমায়েত করা যাবে না। মুম্বই পুলিশের ডিসি জানিয়েছেন, “প্রতি বছর বর্ষবরণের রাতে মুম্বইয়ে বিশাল জমায়েত হয়। কিন্তু এ বার করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তা সম্ভব নয়। রাত্রিকালীন কার্ফু জারি রয়েছে, তার সঙ্গে এ বার জারি করা হচ্ছে ১৪৪ ধারা। চার জনের বেশি রাস্তায় বার হতে পারবেন না। রাত ১১টার পরে গাড়ি নিয়ে যাতায়াত করা গেলেও গাড়িতে চার জনের বেশি যাত্রী থাকা চলবে না।
” তিনি বলেন, “বাড়ির ছাদ, বার-রেস্তরাঁ, সমুদ্র সৈকত কোথাও পার্টি-জমায়েতের অনুমতিও দেবে না প্রশাসন।” প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণের নিরিখে প্রথম থেকেই শীর্ষে মহারাষ্ট্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যুক্তি, দেশে করোনা সংক্রমণ কমছে। কিন্তু বিশ্বের পরিস্থিতি ও নয়া করোনা স্ট্রেনের কথা মাথায় রেখেই কোনও শিথিলতা দেখানো যাবে না।