অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর।। তেমন কোনও অঘটন না ঘটলে মেলবোর্নেই ভারতের চলতি টেস্ট সিরিজে সমতায় ফেরা অনেকটাই উজ্জ্বল হয়ে গিয়েছে। তবে তা নিয়ে বাড়তি উল্লাস দেখাতে রাজি নন অজিঙ্ক রাহানে।
তিনি বলে দিচ্ছেন,এখনও দুটো দিন পড়ে রয়েছে। আগে অস্ট্রেলিয়ার বাকি চার উইকেট ফেলতে হবে। তা হলেই এই লড়াই সার্থক হবে। ভারতের প্রথম ইনিংস সোমবার শেষ হয় ৩২৬ রানে।
রাহানে ফেরেন ১১২ রান করে। রবীন্দ্র জাদেজা করেন ৫৭ রান। জবাবে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ১৩৩-৬। তারা ভারতের থেকে এগিয়ে রয়েছে মাত্র দুই রানে! সঙ্গত কারণেই ভারতের জয়ের সম্ভাবনা নিয়ে সকলেই আশাবাদী। তবে সেই উল্লাস থেকে নিজেকে দূরেই রাখছেন ভারত অধিনায়ক রাহানে। তিনি বলেছেন, “এখনও খেলা শেষ হয়নি। অনেকটা ম্যাচ বাকি।
বিপক্ষের চার উইকেট এখনও ফেলতে হবে আমাদের। যত দ্রুত সম্ভব তা করে ফেলতে হবে বোলারদের।” যোগ করেন, “বোলারদের উপরে ভরসা রাখা খুবই দরকারি। ওদের সঙ্গ দিতে পারলেই আমরা কিন্তু লক্ষ্যে পৌঁছতে পারব। ওরা দুর্দান্ত বোলিং না করলে জয় পাওয়া যাবে না।”তাঁর ১১২ রানের ইনিংস নিয়েও উচ্ছ্বসিত প্রাক্তনরা।
রাহানে অবশ্য জানিয়ে দিয়েছেন, এখনও পর্যন্ত লর্ডসে ২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ১০৩ রানের ইনিংসি সেরা। বলেছেন, “মেলবোর্নের সেঞ্চুরিও অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। তবে সেটাকে মনে রেখেই বলছি লর্ডসের ইনিংসটা এখনও আমার কাছে সেরা।” তাঁর নেতৃত্ব নিয়ে প্রশংসা করেছেন শেন ওয়ার্ন এবং গ্লেন ম্যাকগ্রার মতো ব্যক্তিত্বরা।
যা নিয়ে রাহানে বলেছেন, “দলকে চালনা করতে গেলে নিজের কিছু ধ্যানধারণাকে তো প্রাধান্য দিতেই হয়। সেই ভাবনাটা স্বচ্ছ থাকলে মাঠে নেমে কী করা দরকার, সেটা বোঝা অনেক সহজ হয়ে যায়। আমি সেটাই করে চলেছি।”সতীর্থ জাদেজার প্রশংসা করে রাহানে বলেছেন, “ও দুর্দান্ত খেলেছে।
একটা ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গিয়েছি। তার জন্য হতাশ হওয়ার কোনও কারণ থাকতে পারে না। আমি মাঠ ছেড়ে বেরিয়ে আসার সময় সেটাই ওকে বলেছিলাম। নির্দেশ দিয়েছিলাম, যতটা পার দলের রানকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যেতে হবে। ও সেটা পালন করেছে।”