অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর।। দিনের বেলায় রাস্তার উপরে দুই ব্যক্তি অপর একজনকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করল। ঘটনার সময় ব্যস্ত রাস্তায় বহু মানুষকে হেঁটে ও সাইকেলে যেতে দেখা গিয়েছে। এমনকি, ওই রাস্তা দিয়ে একাধিক বাস, ট্যাক্সি, প্রাইভেট গাড়িও গিয়েছে। কিন্তু কেউই ওই ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করেনি। বরং অনেকেই মোবাইলে পুরো ঘটনার ছবি ক্যামেরাবন্দি করেছেন। রাস্তায় পিটিয়ে মারার দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা ঘটনার সমালোচনায় মুখর হয়েছে। সোমবার সকালে এই চাঞ্চল্যকর খুনের ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজিয়াবাদে।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম অজয়। সোমবার সকালে তার উপর লাঠি নিয়ে চড়াও হয় গোবিন্দ ও অমিত নামে দুই ব্যক্তি। সোমবার সকালে অজয়কে পিটিয়ে মারেন ওই দুইজন। কয়েকদিন আগে অজয়ের সঙ্গে গোবিন্দর একটি দোকান নিয়ে বিরোধ বাধে। অজয় পুলিশের কাছে গেলে পুলিশ তাদের বিষয়টি নিজেদের মধ্যে আলোচনা করে মিটিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিল। অজয়ের ভাই সঞ্জয় জানিয়েছেন, ওই ঘটনায় তাঁরা স্থানীয় থানায় এফআইআর দায়ের করেন। সেই ঘটনার প্রেক্ষিতেই তাঁর দাদাকে মিটিয়ে মারা হল বলে সঞ্জয়ের অভিযোগ।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গিয়েছে, অজয়কে রাস্তার উপর ফেলে লাঠি দিয়ে বেধড়ক মারছে গোবিন্দ ও অমিত। বহু মানুষ এই ঘটনা দেখলেও কেউই তাকে বাঁচাতে এগিয়ে আসেনি। খবর পেয়ে ঘটনাস্থলে এসে অজয়কে উদ্ধার করে পুলিশ। পুলিশই তাকে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে অজয়ের মৃত্যু হয়। পরে দুই অভিযুক্ত গোবিন্দ ও অমিতকে গ্রেফতার করে পুলিশ। যদিও অজয় অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কোনও ব্যবস্থা না নেওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।