অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর।। আজকাল স্টার কিডরাও নেটিজেনদের কাছে বেশ চর্চিত। এবার তা বলিউডের কিং খানের ছেলে-মেয়ে হলে তো কথাই নেই। তবে সুহানা ও আব্রামের থেকে তুলনামূলক ভাবে আরিয়ান অবশ্য বেশকিছুটা অন্তরালেই থাকেন। শাহরুখ কন্যা সুহানা সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট অ্যাক্টিভ। তবে আরিয়ানকে সেভাবে সোশ্যালে দেখা যায় না। সম্প্রতি, গিটার বাজিয়ে আমেরিকান গায়ক চার্লি পুথের নজর কাড়লেন আরিয়ান খান। আরিয়ানের বাজানো গিটারের একটি ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে গিটার বাজিয়ে মার্কিন গায়ক চার্লি পুথের নজর কেড়েছেন আরিয়ান। ভিডিয়োতে সাদা টি-শার্টের উপর বটল গ্রিন ওপেন শার্টে দেখা যাচ্ছে আরিয়ানকে। এর আগে ছেলে আরিয়ানের সম্পর্কে বলতে গিয়ে শাহরুখ খান বলেছিলেন, আরিয়ান অভিনেতা হতে চায় না। বাদশার কথায়, ”ও লম্বা, দেখতে সুন্দর তবে কোথাও গিয়ে ও নিজেকে বুঝতে পারে। ও অভিনয় করতে চায় না। তবে ও খুব ভালো লেখে।”