অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর।। অক্সফোর্ডের সূত্র মেনে করোনার টিকা কোভিশিল্ড তৈরি করেছে পুণের সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ইতিমধ্যেই ছাড়পত্র পেয়ে গিয়েছে কোভিশিল্ড। মঙ্গলবার সংস্থার সিইও আদর পুনাওয়ালা জানালেন, সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম সপ্তাহেই দেশে টিকাকরণ শুরু হবে। সংস্থার তৈরি প্রথম পাঁচ কোটি টিকার সিংহভাগই থাকবে দেশের মানুষের জন্য। শুধু তাই নয়, সরকারকে অনেক কম দামে এই টিকা দেবে সেরাম। দেশের চাহিদা মেটানোর পর বিশ্বের অন্যান্য দেশেও টিকা পৌঁছে দেওয়া হবে বলে আদর জানিয়েছেন।
উল্লেখ্য, জরুরি ভিত্তিতে টিকাকরণের জন্য নভেম্বরে অনুমতি চেয়েছিল সেরাম। তবে সে সময় তাদের সেই প্রস্তাব খারিজ করে দিয়েছিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। পরবর্তী ক্ষেত্রে ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের পরীক্ষার রিপোর্ট খতিয়ে দেখার পর বিশেষজ্ঞ কমিটি কোভিশিল্ডকে ছাড়পত্র দিয়েছে।সংস্থার সিইও আদর এদিন জানিয়েছেন, অক্সফোর্ড অ্যাস্ট্রোজেনেকার টিকা বিপুল উৎপাদন হবে দেশেই। ডিসেম্বরের মধ্যেই তৈরি হয়ে যাবে পাঁচ কোটি ডোজ টিকা। আগামী বছরের মধ্যেই দেশে আরও ১০ কোটি ডোজ টিকা প্রস্তুত হবে। সংস্থার পক্ষ থেকে আদর এদিন জানিয়ে দেন, দেশের মানুষের জন্য অনেক কম দামে তাঁরা টিকা বাজারে ছাড়বেন।
টিকার দু’টি ডোজের দাম পড়বে এক হাজার টাকার মত। তবে এটা বেসরকারি সংস্থাগুলির জন্য। সরকারকে অনেক কম দামে বিক্রি করা হবে। খুব সম্ভবত সরকারকে প্রতি ডোজের জন্য ২৫০ টাকা দাম দিতে হবে। উল্লেখ্য, ব্রিটেনে সরকারও চলতি মাসেই অক্সফোর্ডের তৈরি টিকার অনুমোদন দিতে পারে। কারণ ইতিমধ্যেই অক্সফোর্ডের টিকার তৃতীয় পর্বের পরীক্ষার ফলাফল এসে গিয়েছে। দেখা গিয়েছে অক্সফোর্ড-এর টিকা ৯৫ শতাংশ কার্যকর। তাই ব্রিটেনে ২০২১-এর শুরু থেকেই টিকাকরণ চালু হয়ে যেতে পারে।