অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর।। কর্ণাটকের বিধান পরিষদের রহস্যমৃত্যু। সুইসাইড নোটে বিধান পরিষদে কংগ্রেসের হেনস্থার উল্লেখ। যার জেরে কর্ণাটকের রাজনীতি ফের উত্তাল হওয়ার আশঙ্কা। পুলিশ সূত্রে দাবি, কর্ণাটক বিধান পরিষদের ডেপুটি স্পিকার ও জেডিএস নেতা এস এল ধর্মগৌড়া ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। চিকমাগালুরের কডুর এলাকায় রেল লাইনের ওপর তাঁর দ্বিখণ্ডিত দেহ উদ্ধার হয়েছে। দেহের পাশে সুইসাইড নোট উদ্ধার হয়েছে বলে জানিয়েছে কডুর থানার পুলিশ।
তাতে তিনি লিখেছেন, ১৫ তারিখ কংগ্রেস নেতারা তাঁর সঙ্গে ধাক্কাধাক্কি করেন, এমনকী চেয়ার থেকে ঠেলে ফেলে দেন। এই ঘটনার জেরে হতাশায় ডুবে গিয়েছিলেন তিনি। গত রাতে বাড়ি থেকে বেরিয়ে যান ধর্মগৌড়া। আত্মহত্যার কথা সামনে আসার পর শুরু হয়েছে চাঞ্চল্য। প্রাক্তন প্রধানমন্ত্রী ও জেডিএস নেতা এইচডি দেবগৌড়া বলেছেন, এই ঘটনা তাঁদের স্তম্ভিত করে দিয়েছে। প্রসঙ্গত, ১৫ তারিখ রাজ্য বিধান পরিষদে বিক্ষোভ দেখায় কংগ্রেস। ডেপুটি চেয়ারম্যানকে চেয়ার থেকে ঠেলে সরিয়েও দেওয়া হয় সেদিন। এরপর তাঁর এই অস্বাভাবিক মৃত্যুর পর তোলপাড় হতে পারে কর্ণাটকের রাজনীতি।