স্টাফ রিপোর্টার, শান্তিরবাজার, ২৮ ডিসেম্বর।।
দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার দেবদারু বাজার সংলগ্ন এলাকায় পথ অবরোধ করেন ক্ষুব্দ জনতা।
সংবাসূত্রে জানা গেছে দেবদারু এলাকায় একটি রাস্তা নির্মাণ কাজ চলছে।অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করায় এলাকাবাসীর আপত্তি জানিয়েছিলেন।এলাকাবাসীর আপত্তি অগ্রাহ্য করে নির্মাণ কাজে নিযুক্ত ঠিকাদার নিম্নমানের সামগ্রী দিয়েই যথারীতি নির্মাণ কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করে।
শুধু তাই নয় নির্মাণ কাজ চলাকালে রাস্তা থেকে প্রচুর পরিমাণে ধুলো উড়ছে।এর ফলে স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রী সহ সাধারন মানুষ রাস্তাঘাট দিয়ে যাতায়াত করতে পারেন না।ধুলো ওড়া বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা করতে জনগণের তরফ থেকে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের কাছে দাবি জানিয়েছিলেন। কিন্তু এলাকাবাসীর এই দাবিকে অগ্রাহ্য করেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার।
তাতে ক্ষোভ আরো চরম আকার ধারণ করে।ক্ষোভের বহিঃপ্রকাশ এই আজ দেবদারু বাজার সংলগ্ন এলাকায় পথ অবরোধ করেন ক্ষুব্ধ জনতা।পথ অবরোধের ফলে অবরোধ স্থল এর দুপাশে ব্যাপক সংখ্যক যানবাহন আটকে পড়ে। এর ফলে যাত্রীদুর্ভোগ চরম আকার ধারণ করে।
অবরোধের খবর পেয়ে পুলিশ এবং প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন।অবরোধকারীর দাবির সম্পর্কে অবহিত হওয়ার পর প্রশাসনের কর্মকর্তারা এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
প্রশাসনের তরফ থেকে সুনির্দিষ্ট আশ্বাস দেওয়ার পর অবরোধকারীরা আপাতত পথ অবরোধ আন্দোলন প্রত্যাহার করে নেন। প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না হলে তারা আবারও বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।