করোনার টিকা আসার আনন্দে মাঝ আকাশে অভিনব কীর্তি পাইলটের

অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর।। করোনার টিকা আসার আনন্দে মাঝ আকাশে এক অভিনব কীর্তি ঘটালেন দক্ষিণ জার্মানির এক পাইলট। এই পাইলট আকাশেই তাঁর বিমান ওড়ালেন অনেকটা ইঞ্জেকশনের সিরিঞ্জের আকৃতিতে। জার্মানির এই পাইলটের নাম স্যামি ক্রেমার। তিনি একটি নীল-সাদা ডায়মন্ড ডিএটোয়েন্টি এক প্রপেলর যুক্ত বিমান নিয়ে ফিদিরসহাফিন থেকে উলমে পর্যন্ত উড়ে যান।একঘন্টার কিছু বেশী সময়ে তিনি  ২০০ কিলোমিটার পথ পাড়ি দেন।  পাইলট স্যামি ৫০০০ হাজার ফুট উচ্চতায় গিয়ে ৭০ কিলোমিটার লম্বা সিরিঞ্জ আকৃতির একটি পথ তৈরি করেন। ওই পাইলটের বিমান ওড়ানোর ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

স্যামি জানিয়েছেন, করোনার টিকা সম্পর্কে মানুষকে আরও সচেতন করতেই তাঁর এই অভিনব প্রয়াস। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, এখনও বহু মানুষ টিকাকরণের বিরোধিতা করছেন। কিন্তু আমি সকলকেই এটা বলতে চাই যে, করোনার টিকা আমাদের কাছে এক স্বস্তির বার্তা এনেছে। করোনাজনিত কারণে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি বা বিমান পরিবহণ ব্যবস্থা সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে। টিকা দেওয়া শুরু হলে আশা করি খুব দ্রুত বিমান পরিবহণ ব্যবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। অন্যদিকে দুই মার্কিন সংস্থা ফাইজার ও মডার্নাকে ইতিমধ্যেই টিকাকরণের অনুমতি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প সরকার। এরই মধ্যে খবর এই টিকা নিয়ে এক আমেরিকান চিকিৎসক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আমেরিকায় জরুরি ভিত্তিতে স্বাস্থ্য কর্মীদের উপর মডার্নার টিকা প্রয়োগ শুরু হয়েছে। ওই চিকিৎসক একজন স্বেচ্ছাসেবক হিসেবে সেখানে অংশ নিয়েছিলেন। কিন্তু টিকা নেওয়ার পর তাঁর শরীরে মারাত্মক ভাবে এলার্জি হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?