অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর।। দেশবাসীর আতঙ্ক বাড়িয়ে ব্রিটেন ফেরত ৬ ভারতীয়ের শরীরে শেষ পর্যন্ত মিলল করোনা ভাইরাসের নতুন স্ট্রেন (বি.১.১.৭)। জিনোম সিকোয়েন্স করে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, বেঙ্গালুরুর নিমহ্যান্স-এর ৩টি নমুনা, হায়দরাবাদের সিসিএমবি-র ২টি নমুনা এবং পুনের এনআইভি-র ১টি নমুনায় এই ব্রিটিশ স্ট্রেনের হদিশ মিলেছে। আরও কয়েকটি প্রতিষ্ঠানে জিনোম সিকোয়েন্স করার কাজ চলছে। দিন কয়েকের মধ্যে তারও ফলাফল সামনে আসার কথা। এই নতুন স্ট্রেন নিয়ে বিস্তর চাপে রয়েছে ব্রিটেন-সহ ইউরোপের একাধিক দেশ।
সেখানে নতুন করে লকডাউন ঘোষিত হয়েছে করোনা সংক্রমণ আটকাতে। ভারতও ব্রিটেন থেকে আগত সব বিমান পরিষেবা বন্ধ করে দিয়ে সংক্রমণ আটকানোর চেষ্টা করছে। আশঙ্কা করা হচ্ছে, নতুন এই স্ট্রেন ৭০% বেশি সংক্রামক। অর্থাৎ দ্রুত ছড়ায়। কম সময়ে অনেক বেশি মানুষ আক্রান্ত হতে পারেন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এতে আলাদা করে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া, শারীরিক দূরত্ব বজায় রাখার উপর জোর দিলেই এই মহামারীকে অনেকটা ঠেকিয়ে রাখা যাবে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এঁদের প্রত্যেককে আলাদা ঘরে রাখা হয়েছে। বিশেষ নজরদারিতে রেখেছেন চিকিৎসকরা। পাশাপাশি, অন্য করোনা আক্রান্তদের সঙ্গে এঁদের কোনওরকম সংযোগ যাতে না হয়, সেদিকে খেয়াল রাখা হচ্ছে। যদিও বিশেষজ্ঞদের দাবি, আদতে আরও বেশি সংখ্যক মানুষের শরীরেই এর উপস্থিতি থাকতে পারে। কারণ ডিসেম্বরে আলোচনা হলেও সেপ্টেম্বরে প্রথম এই স্ট্রেনের হদিশ মেলে ব্রিটেনে। তারপরও হাজারে হাজারে যাত্রী বিমানে চেপে দু’দেশের মধ্যে যাতায়াত করেছেন। ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে সংখ্যাটা ৩৩ হাজার। যা দেশবাসীর হৃদকম্প কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।