অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর।। হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ পদে আরও এক ভারতীয় মুখ। নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর ডিজিটাল টিমের প্রধান করলেন আয়েশা শাহকে। আয়েশা কাশ্মীরের মেয়ে। জানা গিয়েছে, হোয়াইট হাউসের ডিজিটাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ম্যানেজার পদে নিযুক্ত হয়েছেন আয়েশা। হোয়াইট হাউসের ডিজিটাল স্ট্র্যাটেজি দলের ডিরেক্টর জেনারেল রব ফ্লাহার্টির অধীনে কাজ করবেন তিনি। আয়েশার জন্ম জম্মু-কাশ্মীরে। তবে বেড়ে ওঠা এবং পড়াশুনো সবকিছুই করেছেন আমেরিকার লুইসিয়ানাতে। ডিজিটাল দুনিয়ায় অত্যন্ত সফল এই কাশ্মীরি তরুণী। হোয়াইট হাউসে যোগ দেওয়ার আগে তিনি স্মিথসন ইনস্টিটিউশনের অ্যাডভান্সমেন্ট ম্যানেজারের পদে ছিলেন। সদ্যসমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডেমোক্র্যাট বাইডেনের হয়েও তিনি যথেষ্ট কাজ করেছেন।
সামলেছেন ডিজিটাল প্রচারের গুরুত্বপূর্ণ দায়িত্ব। উল্লেখ্য, নতুন প্রেসিডেন্ট বাইডেন দক্ষিণ এশীয় ও ভারতীয় বংশোদ্ভূতদের তাঁর নিজস্ব টিমে আলাদা জায়গা দিচ্ছেন। দেশের নবনির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিসের পরিবার তামিলনাড়ুর বাসিন্দা ছিল। আয়েশা একজন কমিউনিকেশন স্ট্র্যাটেজিক বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। বিভিন্ন সময় তিনি সেদেশে একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন। বাইডেনের ডিজিটাল টিমে রয়েছেন ১১ জন সদস্য। নিজের টিমের অন্যদের নিয়ে যথেষ্ট খুশি আয়েশা। এই তরুণী বলেছেন, তাঁদের দলের সকলেরই ডিজিটাল কৌশল নিয়ে প্রচুর অভিজ্ঞতা রয়েছে। আগামী দিনে হোয়াইট হাউস ও দেশবাসীর মধ্যে সম্পর্ককে আরও হার্দিক করতেই তাঁরা কাজ করবেন। বাইডেন তাঁর উপর বিশ্বাস রাখায় তিনি রোমাঞ্চিত বোধ করছেন। আমেরিকার উন্নতিতে তাঁরা সকলেই যানপ্রাণ দিয়ে কাজ করবেন বলেও আয়েশা জানান।