অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর।। মুম্বইয়ের দাহিসার অঞ্চলে তিন মাসের এক ছোট্ট কুকুর ছানার মাথা ধারালো অস্ত্র দিয়ে কেটে খুন করা হল। এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই গোটা রাজ্য জুড়ে তীব্র সমালোচনার ঝড় ওঠে। ঘটনার জেরে দায়ের হয়েছে একটি এফআইআর। সোমবার সকালে মুম্বইয়ের আনন্দ নগরের জারিমারি গার্ডেন এলাকায় ওই সারমেয় ছানার মুণ্ডহীন ধড় পড়ে থাকতে দেখা যায়। প্রিয়া নামে স্থানীয় এক পশুপ্রেমী ওই সারমেয় ছানার দেহটি রাস্তার পাশে বাগানের মধ্যে পড়ে থাকতে দেখেন। মুম্বই অ্যানিম্যাল অ্যাসোসিয়েশনের হয়ে প্রিয়া দাহিসার থানায় এফআইআর দায়ের করেন।
প্রিয়া বলেছেন, তাঁরা এলাকার সমস্ত পশুদের জন্য বিশেষ যত্ন নেন। তাদের জন্য দিবারাত্র পরিশ্রম করেন। কিন্তু এরই মধ্যে এমন নৃশংসভাবে একটি সারমেয় ছানাকে যে কেউ খুন করতে পারে সেটা তাঁরা ভাবতেও পারছেন না। অভিযোগ দায়ের হওয়ার পর এই নারকীয় ঘটনা নিয়ে পুলিশ নড়েচড়ে বসেছে। ইতিমধ্যেই কে বা কারা এই কাজ করেছে তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার সুধীর কুদালকার জানিয়েছেন, দাহিসার থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে তিনি এ বিষয়ে কথা বলেছেন। ইতিমধ্যেই দাহিসার থানা তদন্ত শুরু করেছে। ভারতীয় দণ্ডবিধি ও পশু নির্যাতন বিরোধী আইনে অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
কিভাবে সারমেয় ছানাটি মারা গিয়েছে তা জানতে দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।উল্লেখ্য, পশুদের প্রতি এমন নিষ্ঠুর আচরণ নতুন নয়। বেশ কয়েক মাস আগে এক অন্তঃসত্ত্বা হাতিকে বাজি ভর্তি আনারস খাইয়ে মেরে ফেলা হয়েছিল। গত মাসে কর্নাটকে এক ব্যক্তি তার গাড়ির পিছনে বেঁধে টেনে নিয়ে গিয়েছিলেন একটি জ্যান্ত সারমেয়কে। ওই ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ।