অনলাইন ডেস্ক, ২৯ ডিসেম্বর।। বলিউডের অন্দর থেকে বেরিয়ে এল মস্ত বড় কাঁপানো খবর৷ তাও আবার, অক্ষয় কুমারের ঘর থেকে। যা শুনে একেবারে তাক লেগে গিয়েছে বলিউডের অন্যান্য সেলিব্রিটিদের৷ এমনকী, তাক লেগেছে অক্ষয়ের অনুরাগীদেরও। এবার আসা যাক সেই সেই খবরে। বলিউড হাঙ্গামায় প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এক লাফে নিজের পারিশ্রমিকটা অনেকটাই বাড়িয়ে ফেললেন অক্ষয়! জানা গিয়েছে, এখন থেকে তিনি নাকি ছবি সই করলেই তাঁকে পারিশ্রমিক হিসেবে দিতে হবে ১৩৫ কোটি টাকা।
গত বেশ কিছু মাস ধরে প্রতি ছবির ক্ষেত্রেই অল্প অল্প করে নিজের পারিশ্রমিক বাড়িয়ে গিয়েছেন অক্ষয় কুমার৷ সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সম্প্রতি অক্ষয় তাঁর পারিশ্রমিক রেখেছিলেন ১১৭ কোটি টাকা৷ সেখান থেকেই এবার এক লাফে ১৩৫ কোটি টাকা পারিশ্রমিক বাড়িয়ে ফেললেন তিনি৷ বেশ কিছু বছর ধরেই দেখা গিয়েছে, বক্স অফিসকে নিজের হাতের মুঠোয় নিয়ে ফেলেছিলেন অক্ষয়৷ আর সেই কারণেই পরিচালক থেকে প্রযোজক সবাই চাইছিলেন নিজেদের ছবিতে অক্ষয়কে নিতে৷ বক্স অফিসের সেই কামালকে সঙ্গে নিয়েই অক্ষয় এবার দুরন্ত লাফ দিয়ে ফেললেন৷