স্টাফ রিপোর্টার, বিশালগড়, ২৮ ডিসেম্বর।। আবারো সাত সকালে বাইক দুর্ঘটনায় আহত হল ২ জন। ঘটনা বিশালগড় থানার অন্তর্গত চরিলাম বাজার সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় এইদিন সকালে ১০৩২৩-এর শিক্ষক সন্তোষ দেবনাথ বাইক নিয়ে যতনবারির উদ্দেশ্যে যাচ্ছিলেন । চরিলাম বাজারে পৌঁছা মাত্রই হারিকুমার দেববর্মা নামে এক ব্যক্তি রাস্তা অতিক্রম করার জন্য দৌড় দেন।
তখন ১০৩২৩ এর শিক্ষক সন্তোষ দেবনাথ নিজের বাইকটির নিয়ন্ত্রণ হারিয়ে হারিকুমার দেববর্মাকে সজোরে ধাক্কা দেন। এতে দুইজনই আহত হন। আহত বাইক চালক এবং পথচারীরকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হারি কুমার দেববর্মা মাথায় ও বুকে আঘাত পান।