অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর।। ফের রাহুল গান্ধির বিদেশ সফর নিয়ে তীব্র কটাক্ষ করল বিজেপি। সোমবার গোটা দেশজুড়ে কংগ্রেসের ১৩৬ তম প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। দলের প্রতিষ্ঠা দিবসের আগেই যথারীতি শীতকালীন ছুটি কাটাতে বিদেশ গেলেন রাহুল গান্ধি।
যথারীতি রাহুলের এই বিদেশ সফর নিয়ে কটাক্ষ করল বিজেপি। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান সোমবার প্রশ্ন করেন, এবার কি বিদেশের মাটিতে কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন করবেন রাহুল?
যে দিনটি প্রতিটি কংগ্রেস নেতা ও কর্মীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক তার আগেই দলের প্রাক্তন সভাপতি বিদেশে পাড়ি দিলেন কেন? শিবরাজ ছাড়াও বিজেপির একাধিক ছোট-বড় নেতা রাহুলের এই বিদেশ সফর নিয়ে কটাক্ষ করেছেন। এক বিজেপি নেতা বলেছেন, করোনার কারণে রাহুল অনেকদিন দেশে আটকে রয়েছেন। তাই তিনি হাঁপিয়ে উঠেছেন। সে কারণেই এবার বিদেশে গেলেন ছুটি কাটাতে।
অন্যদিকে কংগ্রেসের কোনও নেতাই রাহুলের এই বিদেশ সফর সম্পর্কে ঠিকভাবে কিছু জানাতে পারেননি। দলের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেছেন, রাহুল ব্যক্তিগত কিছু কাজের জন্য বিদেশে গিয়েছেন। খুব শীঘ্রই তিনি দেশে ফিরবেন। যদিও রাহুলের বিদেশ সফর সম্পর্কে কোনও মন্তব্য করেননি তাঁর দিদি তথা দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি।
রাহুল ও সোনিয়ার অনুপস্থিতিতে এদিন সকালে দলের পতাকা উত্তোলন করেন প্রবীণ কংগ্রেস নেতা একে অ্যান্টনি। দিল্লিতে থাকলেও সোনিয়া এদিন দলীয় সদর দফতরে যাননি। দলের প্রবীণ নেতা সলমান খুরশিদ বলেছেন, বিদেশ যাওয়ার অনেক কারণ থাকতে পারে। নিশ্চয়ই জরুরি কোনও প্রয়োজনেই বিদেশে গিয়েছেন রাহুল।
তবে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালপাল বলেছেন, রাহুল গান্ধি তাঁর দিদিমার সঙ্গে দেখা করতেই বিদেশ গিয়েছেন। দিদিমার সঙ্গে দেখা করতে যাওয়া কি অন্যায়? প্রতিটি মানুষেরই ব্যক্তিগত কাজে বিদেশ যাওয়ার অধিকার আছে। বিজেপি খুব নিচুস্তরের রাজনীতি করতে অভ্যস্ত। রাহুলের সমালোচনা করাই বিজেপির একমাত্র কাজ।
বেণুগোপাল আরও জানিয়েছেন, রাহুল কাতার এয়ারওয়েজের বিমানে চড়ে ইতালির মিলান শহরে গিয়েছেন। এদিন দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাহুল অবশ্য নিয়ম করে টুইট করেছেন। তিনি বলেছেন, কংগ্রেস দেশের উন্নতির জন্য দায়বদ্ধ। কংগ্রেস সর্বদাই সাম্য ও সত্যের প্রতি একনিষ্ঠ ছিল আছে এবং থাকবে।