বাস-মেট্রো-লোকাল ট্রেনে এবার একই কার্ড চালু করল মোদি সরকার

অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর।। এই প্রথম দেশে চালু হলো ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড। সোমবার দিল্লি মেট্রো রেলের এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে দেশের প্রথম ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই বিশেষ কার্ড ব্যবহার করে দিল্লি মেট্রোর সমস্ত রুট তথা অন্যান্য গণপরিবহণে যাতায়াতের সুবিধা মিলবে। অর্থাৎ এই কার্ড ব্যবহার করে বাস, মেট্রো, এমনকি, লোকাল ট্রেনে যাতায়াত করতে পারবেন মানুষ। ফলে মানুষের সময় ও অর্থ দুই’ই সাশ্রয় হবে। প্রধানমন্ত্রী এদিন ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড বা এনসিএমসি পরিষেবার সূচনা করেন।

প্রধানমন্ত্রী বলেন, ওয়ান নেশন ওয়ান কার্ডের আওতায় পড়ছে এই ব্যবস্থা। একটি কার্ড ব্যবহার করে দিল্লি মেট্রোর সব রুট-সহ বিভিন্ন গণ পরিবহণে যাতায়াত করে যাবে। উল্লেখ্য, ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড পরিষেবায় রূপে ডেবিট কার্ড মেট্রো ভ্রমণের ক্ষেত্রে কার্যকর হবে। প্রসঙ্গত, প্রায় দেড় বছর ধরে দেশের একাধিক ব্যাঙ্ক রূপে ডেবিট কার্ড ইস্যু করেছে। কিভাবে এই কার্ড ব্যবহার করা যাবে সে সম্পর্কেও বিস্তারিত জানানো হয়েছে। বলা হয়েছে, যে কোন স্মার্টফোনকেই অন্তরবর্তী পরিবহণ কার্ডে রূপান্তরিত করে এই কার্ড ব্যবহার করা যাবে। দিল্লি মেট্রোর পুরো যাত্রাপথে ব্যবহার করা যাবে এই কার্ড। এই কার্ডে স্বয়ংক্রিয় ভাড়া আদায় ব্যবস্থা থাকছে।

এই একটি কার্ড ব্যবহার করে দেশের যে কোনও শহরে যাতে যাতায়াত করা যায় তার ব্যবস্থাও করা হচ্ছে। উল্লেখ্য, আধার কমিটির প্রাক্তন চেয়ারপার্সন নন্দন নিলেকানি এই কার্ডের পরিকল্পনা করেছিলেন। নিলেকানির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি বেশ কিছু প্রস্তাব করেছিল। সেই প্রস্তাব মেনে এই এনসিএমসি কার্ড তৈরি করা হয়েছে। আগামী দিনে এই কার্ড গোটা দেশে ব্যবহার করা গেলে মানুষের সময় সাশ্রয় হবে বলে মনে করছেন অনেকেই। তাই অচিরেই এই কার্ড জনপ্রিয় হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?