অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর।। দুই মাসের বেশি সময় পর করোনাভাইরাসের (কভিড-১৯) সবচেয়ে কম দৈনিক সংক্রমণ দেখেছে বিশ্ব। করোনার টিকা দেওয়া শুরুর পর এই ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। ওয়ার্ল্ডো মিটারের তথ্য অনুযায়ী, রবিবার করোনার দৈনিক বৈশ্বিক সংক্রমণ ছিল ৪ লাখ ১০ হাজার ১২০ জন।
এর আগে গত ২০ অক্টোবর ৩ লাখ ৯১ হাজার ৮৬৩ সংক্রমণ দেখেছিল বিশ্ব। গত বছরের শেষের দিকে চীনের উহানে করোনা ছড়িয়ে পড়ার পর গত ১৭ ডিসেম্বর সর্বোচ্চ ৭ লাখ ৩৬ হাজার ১১১ জন সংক্রমিত হয়। গত ২৪ ঘণ্টায় আরও প্রায় ৪ লাখ ১০ হাজারের বেশি শনাক্তে বৈশ্বিক করোনা সংক্রমণ ৮ কোটি ১১ লাখ ৪৫ হাজার ছাড়িয়ে গেছে।
একই সময়ে আরও সাত হাজারের বেশি প্রাণহানিতে মোট মৃত্যু প্রায় ১৭ লাখ ৭২ হাজারে দাঁড়িয়েছে। সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় দুটিই কিছুটা কমেছে। দেশটিতে নতুন করে ১ লাখ ২৭ হাজার ৭৪০ জন সংক্রমিত হয়েছে। মারা গেছে ১ হাজার ২১৫ জন।
তবে দেশটির সংক্রমণ রোগ বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি স্থানীয় সময় রবিবার সতর্ক করে বলেছেন, করোনার সবচেয়ে খারাপ পরিস্থিতি এখনো আসেনি। ছুটির ভ্রমণ শেষে করোনা দেশকে জটিল পরিস্থিতিতে নিয়ে যেতে পারে।