অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর।। কৃষি ক্ষেত্রে সংস্কারের পক্ষে ফের মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার প্রধানমন্ত্রী বললেন, পরিকাঠামো তৈরি করে তবেই কৃষি আইনের সংস্কার করেছে সরকার। দেশের কৃষকরা ইতিমধ্যেই এই পরিবর্তনের লাভ পেতে শুরু করেছেন। সোমবার মহারাষ্ট্রের সাঙ্গোলি থেকে পশ্চিমবঙ্গের শালিমার পর্যন্ত ‘কিষাণ রেলের’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এই ট্রেনে মহারাষ্ট্র থেকে প্রচুর শাক-সবজি ও ফল আসবে বাংলায়। ঠিক একইভাবে বাংলা থেকেও বিভিন্ন কৃষিজ পণ্য মহারাষ্ট্রে যাবে। এই রেলের উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী ফের নতুন কৃষি আইনের পক্ষে মুখ খোলেন।
প্রধানমন্ত্রীর দাবি, বিভিন্ন রাজ্যে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন হয়। এই সমস্ত ফসল আগে সংশ্লিষ্ট রাজ্যেই বিক্রি হত। তাই সব সময় কৃষকরা তাঁদের ফসলের উপযুক্ত দাম পেতেন না। কিন্তু বিভিন্ন রাজ্যে এই সমস্ত ফসল দ্রুত পাঠানো সম্ভব হলে কৃষকরা বাড়তি দু’টো পয়সা পাবেন। সরকার সেই ব্যবস্থাই করেছে। নতুন কৃষি আইন তৈরির আগে সরকার একাধিক সংস্কারমূলক কাজ করেছে। গড়ে তুলেছে পরিকাঠামো। পরিকাঠামো গড়ে তোলার কারণে কৃষকরা এখন আগের থেকে অনেক বেশী সুবিধা পাচ্ছেন।
শুধু পরিকাঠামো গড়ে তোলাই নয়, হয়েছে নতুন কৃষি আইন। কৃষকদের উন্নতির জন্যই এই দুইয়ের মেলবন্ধন ঘটেছে। বিশেষজ্ঞদের সুপারিশ মেনেই এই আইন তৈরি করা হয়েছে। তাই কৃষকদের এই আইন নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। প্রধানমন্ত্রী বলেন, কৃষকদের মনে রাখা উচিত, তাঁর সরকার সব সময় কৃষি ও কৃষককে সর্বাধিক গুরুত্ব দেয়। কৃষকদের যাতে আয় বাড়ে ও তাঁদের জীবনযাত্রার মান উন্নত হয় সেজন্যই নতুন আইন তৈরি করা হয়েছে। কৃষকদের গায়ে যাতে একটি আঁচড় না লাগে সেজন্য তাঁর সরকার সবসময় কাজ করে যাবে। কৃষকদের এটা বোঝা উচিত।