অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর।। নতুন একটি ডাক টিকিট প্রকাশ করে গোটা দেশকে চমকে দিল ডাক বিভাগ। কারণ যে দু’জনের ছবি সম্বলিত ডাকটিকিট প্রকাশ করা হয়েছে তাদের একজন হলেন আন্তর্জাতিক অপরাধী। অন্যজন শার্প শুটার। প্রথমজন মাফিয়া ছোটা রাজন। অন্যজন মুন্না বজরঙ্গি। এই দুই কুখ্যাত অপরাধীর নামে ডাকটিকিট প্রকাশ করে গোটা দেশকে চমকে দিল ডাক বিভাগ। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই গোটা দেশজুড়ে তোলপাড় শুরু হয়েছে। কানপুর ডাক বিভাগের দাবি, খুব বড় মাপের ভুল হয়ে গিয়েছে। কিন্তু প্রশ্ন হল কীভাবে এই ভুল হল? দু’জন কুখ্যাত অপরাধীর নামে ডাকটিকিট ছাপার আগে সেটা কি কেউ খতিয়ে দেখলে না?।
‘মাই স্টাম্প’ যোজনার আওতায় এই দু’টি ডাকটিকিট প্রকাশ করা হয়েছে। কিভাবে এত বড় একটি ভুল হল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ডাক বিভাগ। জানা গিয়েছে টিকিট প্রকাশ করার আগে ছবি বা শংসাপত্র কিছুই চাওয়া হয়নি। কিন্তু তার আগেই ছোটা রাজন ও মুন্না বজরঙ্গির নামে ১২টি করে ডাক টিকিট ছাপিয়ে তা প্রকাশ করা হয়। প্রতিটি ডাক টিকিটের মূল্য পাঁচ টাকা। পোস্টমাস্টার জেনারেল বি কে শর্মা বলেছেন, আমি সংবাদমাধ্যমের কাছ থেকেই বিষয়টি জানতে পেরেছি। এই ভুল কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আমি নিজে ঘটনার তদন্ত করে দেখব কে বা কারা এই ভুল করেছে। তাদের খুঁজে বের করা হবে। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ২০১৮-র জুলাইয়ে খুন হয়েছিল বজরঙ্গি। অন্যদিকে ২০১৫-য় বালিদ্বীপ থেকে ছোটা রাজনকে গ্রেফতার করে আনা হয়। আপাতত তার ঠিকানা তিহার জেল। উল্লেখ্য, ২০১১-য় ‘মাই স্টাম্প’ যোজনা শুরু হয়েছিল। এই যোজনায় ৩০০ টাকা জমা দিয়ে যে কোনও ব্যক্তি নিজের ছবি দিয়ে ডাকটিকিট প্রকাশ করতে পারেন। অন্য ডাকটিকিটের মতোই এই টিকিটকে মর্যাদা দেওয়া হবে। তবে যে ব্যক্তির নামে ডাকটিকিট প্ৰকাশ হবে তার জীবিত থাকা আবশ্যিক। এমনকি, তাকে সশরীরে ডাক বিভাগের কাছে আসতে হবে।