সংস্কৃতির বিকাশই আত্মনির্ভর ভারত গঠনের অন্যতম ভিত্তি : উপমুখ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ ডিসেম্বর।। খয়েরপুর পল্লীমঙ্গল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মুক্তমে’ আজ পশ্চিম ত্রিপুরা জেলাভিত্তিক যুব উৎসবের উদ্বোধন হয়৷ উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা৷ জেলাভিত্তিক যুব উৎসবের উদ্বোধন করে উপমুখ্যমন্ত্রী শ্রী দেববর্মা বলেন, আজকের যুবক ও যুবতীরাই রাষ্ট্রের ভবিষ্যৎ৷ যুবক ও যুবতীরা রাষ্ট্রের সাংস্কৃতিক ঐতিহ্যকেও বহন করে৷ তিনি বলেন, সাংস্কৃতিক সচেতনতাই আত্মনির্ভর ভারত সৃষ্টির শ্রেষ্ঠ ও সহজ উপায়৷

উপমুখ্যমন্ত্রী যুব উৎসবের সাংস্ক’তিক প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণকারী যুবক ও যুবতীদের উৎসাহিত করে বলেন, সংস্ক’তির বিকাশই আত্মনির্ভর ভারত গঠনের অন্যতম ভিত্তি৷ দেশের মাটিতে থেকেই তারা যেন নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে৷ সেইজন্য সরকার যুব উৎসবের আয়োজন করেছে৷ যাতে করে যুবক যুবতীরা নিষ্ঠার সাথে সাংস্কৃতিক চর্চায় যুক্ত থাকতে পারে৷ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা বলেন, স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে এই যুব উৎসবের আয়োজন করা হয়৷ স্বামী বিবেকানন্দ আমাদের দেশের যুব সম্পদায়ের কাছে অন্যতম শ্রেষ্ঠ আদর্শ৷ স্বামী বিবেকানন্দের আদর্শ আজকের যুব সম্পদায়ের কাছে জাগ্রত করার উপর তিনি গুরুত্ব আরোপ করেন৷

তিনি আশা প্রকাশ করেন এই যুব উৎসব সুুস্থ সংস্ক’তির বিকাশে ও সুুস্থ সমাজ গঠনে সহায়ক ভূমিকা নেবে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক রতন চক্রবর্তী, পুরাতন আগরতলা প’ায়েত সমিতির চেয়ারম্যান বিশ্বজিৎ শীল৷ সভাপতিত্ব করেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব৷ স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া আধিকারিক কাবেরী দেববর্মা৷ জেলাভিত্তিক যুব উৎসবে ১১টি বিষয়ে সাংস্ক’তিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?