রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ধ্বংস করা হচ্ছে, অভিযোগ কংগ্রেসের

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ ডিসেম্বর।।আগরতলা পুর নিগম সহ একুশটি সংস্থার নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত ও প্রশাসকের নিয়োগের বিরুদ্ধে পশ্চিম ত্রিপুরা জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে সোমবার শহরে এক মিছিল সংঘটিত করে আগরতলা পুর নিগমে ডেপুটেশন প্রদান করতে যায়। এবং দাবি তুলে সামাজিক ভাতা বৃদ্ধি করে ৩ হাজার টাকা করা, টুয়েপ দৈনিক হাজিরা বৃদ্ধি করে ৩৪০ টাকা করা, এবং দুইশো দিনের কাজ নিশ্চিত করা সহ ১৬ দফা দাবি। আগরতলা পৌর নিগমের সামনে দীর্ঘক্ষণ সদর জেলা কংগ্রেস কর্মীরা জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করে।

এবং বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক বলেন, পৌরসভার নির্বাচন পিছিয়ে দিয়ে প্রশাসকের দ্বারা পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। আজকে এই ডেপুটেশন প্রদান করতে এসে কংগ্রেস কোন শক্তি প্রদর্শন করছে না। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন রাজ্য থেকে কংগ্রেস মুছে গেছে। সম্পূর্ণ ভুল বলছেন মুখ্যমন্ত্রী। সারা ভারতবর্ষে মানুষ দিয়ে কংগ্রেস মুছতে পারেনি বিজেপি। বরং মজলিশপুরে সভায় গোষ্ঠী কোন্দলের জেরে শাসক দল পাঠিয়েছিল সন্ত্রাস করতে। কিন্তু মাঝরাস্তা থেকে ফিরে আসতে হয় শাসক দলের দুষ্কৃতীদের।

একইভাবে প্রদেশ বিজেপি নয়া প্রভারী যখন এসেছিলেন তখন স্টেট গেস্ট হাউসে স্বদলীয় দলের নেতৃত্বদের কাছ থেকে আওয়াজ উঠেছিল বিপ্লব হাঁটাও। সেগুলি রাজ্যবাসী এবং কংগ্রেস দল প্রত্যক্ষ করেছে বলে হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রীকে। পরে একটি প্রতিনিধিদল আগরতলা পুর নিগমের কমিশনার সিদ্ধার্থ সিব যশপালের উদ্দেশ্যে ডেপুটি কমিশনার দিব্যেন্দু চক্রবর্তীর কাছে ডেপুটেশন প্রদান করেন। প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সদর কংগ্রেস সুব্রত সিনহা, তেজেন দাস এবং বাপতু চক্রবর্তী।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?