শ্রমিকদের কৃতদাসে পরিণত করতে চাইছে কেন্দ্রীয় সরকার : জিতেন্দ্র

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ ডিসেম্বর।। ৭৬ তম জনশিক্ষা দিবস উপলক্ষে আগরতলা কৃষ্ণনগর সি পি আই সদর বিভাগীয় বীরচন্দ্র দেববর্মা স্মৃতি ভবন, কর্নেল চৌমুহনী এবং টাউন হল সহ বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হয় দিনটি।

উপস্থিত ছিলেন গণমুক্তি পরিষদের সভাপতি জিতেন্দ্র চৌধুরী। তিনি পরবর্তী সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রবিবার ৭৬ তম জনশিক্ষা দিবস। জনশিক্ষা পর্ষদের হাত ধরে গণমুক্তি পরিষদের জন্ম হয়েছে।

এতে মানুষের চেতনা এবং ধর্মনিরপেক্ষতার ভীত তৈরি হয়েছে। কিন্তু তৎকালীন সময়ে যেসব শত্রুদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল, তারা বর্তমানে পুনরায় অভিশাপ হয়ে নতুন করে জন্ম নিচ্ছে।

পুনরায় প্রেরণা পুনর্জীবিত করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। পাশাপাশি তিনি আরো বলেন, বর্তমানে সংবিধান অস্বীকার করা হচ্ছে, কৃষক, শ্রমিক এবং সাধারণ মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।

শ্রমিকদের কৃতদাসে পরিণত করতে চাইছে। আর এর বিরুদ্ধে গণমুক্তি পরিষদ রাজ্যের মানুষের মধ্যে সচেতনতা ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করতে আহ্বান জানান তিনি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?