অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর।। নরেন্দ্র মোদি সরকারের নয়া তিন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমান্তে অব্যাহত কৃষক বিক্ষোভ। পঞ্জাব-হরিয়ানার হাজার হাজার কৃষকদের সঙ্গে এই বিক্ষোভে যোগ দিয়েছেন রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের কৃষকরাও। কনকনে ঠান্ডা উপেক্ষা করে দিল্লি সীমান্তের এই কৃষক বিক্ষোভে সমর্থন জানিয়েছেন দেশের বিরোধী দলগুলি। ফলে প্রধানমন্ত্রী মোদি যতই এই কৃষি আইনগুলির প্রশংসা করুন না কেন, আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা। ফলে যথেষ্ট চাপে আছে কেন্দ্রীয় সরকার।
ইতিমধ্যেই, পাঁচবার কৃষক-কেন্দ্র বৈঠকেও মেলেনি কোনও সমাধান সূত্র। এই অবস্থায় দাঁড়িয়ে এবার ফের আন্দোলনকারীদের কাছে আলোচনায় বসার প্রস্তাব দিল কেন্দ্র। বুধবার দুপুর ২ টোর সময় আলোচনায় বসার প্রস্তাব কৃষকদের দিয়েছে কেন্দ্র। এদিন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার ফের একবার কৃষি বিলের পক্ষ্যে সওয়াল করেন। বলেন, দেশের অধিকাংশ কৃষকই এই নয়া আইনের পক্ষে। তাঁদের ভুল বোঝাচ্ছে কৃষকরা।