সব সরকারি মাদ্রাসা তুলে দিতে বিল পেশ করল অসম সরকার

অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর।। রাজ্যের সমস্ত সরকারি মাদ্রাসা তুলে দেওয়ার জন্য বিধানসভায় একটি বিল পেশ করল অসম সরকার। এই বিলে বলা হয়েছে, রাজ্যের সমস্ত সরকারি মাদ্রাসাকে সাধারণ স্কুলে বদলে ফেলা হবে। সোমবার এই বিল বিধানসভায় পেশ করা হয়। প্রস্তাবিত বিলে বলা হয়েছে, ২০২১-এর ১ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। যদিও রাজ্যের বিরোধী দল কংগ্রেস ও অন্যান্যরা এই বিলে তীব্র আপত্তি জানিয়েছে। তবে বিরোধীদের আপত্তি অগ্রাহ্য করেই বিধানসভায় বিল পেশ করেন রাজ্যের শিক্ষামন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা।

প্রস্তাবিত বিলে অসমে মাদ্রাসা পরিচালনা সংক্রান্ত আইন তুলে দেওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে এই বিলে রাজ্য সরকার আশ্বাস দিয়েছে, বিলটি আইনে পরিণত হলেও সরকারি মাদ্রাসার সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মীদের বেতন এবং অন্যান্য সুযোগ-সুবিধায় কোন পরিবর্তন হবে না। শিক্ষামন্ত্রী এই বিল পেশ করে বিধানসভায় আশ্বাস দেন, মাদ্রাসার সঙ্গে যুক্ত শিক্ষক ও সমস্ত কর্মীরা বর্তমানে যে সমস্ত সুযোগ সুবিধা পান সেগুলি যথারীতি বহাল থাকবে। তাই মাদ্রাসার শিক্ষক ও অন্যান্য কর্মীদের আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।

বিশ্বশর্মা আরও বলেন, এই সমস্ত সরকারি মাদ্রাসাগুলিকে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং দ্বাদশ শ্রেণীর স্কুলে বদলে ফেলা হবে। যেখানে যেমন প্রয়োজন সেখানে স্কুলগুলিকে তেমন ভাবে গড়ে তোলা হবে। বর্তমানে অসমে মোট ৬১০টি সরকারি মাদ্রাসা রয়েছে। এই বিল আইনে পরিণত হলে স্বাভাবিকভাবেই যেমন মাদ্রাসাগুলি উঠে যাবে, তেমনই নতুন ৬১০টি স্কুল গড়ে উঠবে। বিরোধীদের অভিযোগ, রাজ্যের শাসক দল বিজেপি হিন্দুত্বের অ্যাজেন্ডা বাস্তবায়িত করছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?