স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৭ ডিসেম্বর।। জয়েন্ট মুভমেন্ট কমিটি ১০,৩২৩ সংগঠনের গণঅবস্থানের ২১ তম দিন এক নয়া কর্মসূচির মাধ্যমে ডাই ইন হারনেস-এ চাকুরির দাবি জানায়।
এদিন দুপুর সাড়ে বারোটা নাগাদ ৭৭ জন চাকরিচ্যুত শিক্ষকদের পরিবারের অভিভাবক এবং শিশুরা গণ অবস্থানস্থলে যোগ দেয়। দাবি তোলে তাদের পরিবারের একজনকে চাকরি প্রদান করার। নয়তো তাদের পরিবার পরিচালনা করা অসাধ্যকর হয়ে পড়েছে।
পাশাপাশি এদিন জে এম সি চাকরিচ্যুত সংগঠন প্রয়াত শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রয়াত চাকরিচ্যুত শিক্ষকদের পরিবারের একজনকে চাকরি দাবি জানিয়েছেন। এদিন প্রয়াত শিক্ষকদের ৩২ পরিবারের অভিভাবক এবং শিশুরা গণঅবস্থান স্থলের যোগদান করে।