অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর।। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নিজেদের তৈরি ‘স্পুটনিক-ভি’ ভ্যাকসিন নেয়ার অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন দেশটির এক সরকারি কর্মকর্তা। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম রশিয়া ১-কে দেয়া সাক্ষাৎকারে ক্রেমলিনের ওই মুখপাত্র বলেন, ‘তিনি ভ্যাকসিন নেবেন।
এখন সব আনুষ্ঠানিকতা শেষের অপেক্ষা করছেন। ’ নিজেদের তৈরি ভ্যাকসিনের প্রশংসা করে পুতিন গত আগস্টে বলেন, ‘টিকা না নেয়ার কোনো কারণ দেখি না।’ তার এক মেয়ে ট্রায়ালে এই টিকা নেন। তিনি ভালো আছেন।
দ্য গার্ডিয়ান জানিয়েছে, চলতি মাসের শুরুর দিকে রাশিয়া ‘স্পুটনিক-ভি’ টিকা দেওয়ার ঐচ্ছিক কর্মসূচি শুরু করে। মস্কোয় সবচেয়ে ঝুঁকিতে থাকা গোষ্ঠীগুলোকে দিয়ে এই টিকাদান কার্যক্রম শুরু করা হয়। মস্কোর মেয়র সেরগেই সোবিয়ানিন গতকাল তার ওয়েবসাইটে জানান, ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তিদের সোমবার থেকে করোনার এই টিকা দেওয়া হবে।
রাশিয়ায় করোনার সংক্রমণ ছড়ানোর পর থেকে পুতিন মূলত বাসভবন থেকে কাজ করছেন। সভা-নির্দেশনাসহ বিভিন্ন কাজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারছেন। গত আগস্টে রাশিয়া ‘স্পুটনিক-ভি’ টিকার অনুমোদন দেয়। এটি বিশ্বে রাষ্ট্রীয় অনুমোদন পাওয়া প্রথম করোনার টিকা।