অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর।। করোনা পরবর্তী সময়ে একের পর এক সেলিব্রিটি তাঁদের জীবনের নতুন অধ্যায় সম্পর্কে অনুরাগীদের জানান দেন। বলিউডে-টলিউডে একদিকে যেমন গাঁটছড়া বেঁধেছেন কেউ কেউ তেমনি আবার কেউ কেউ মা হওয়ার মতো খুশির খবর শেয়ার করেছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহান। ভিডিওতে নিত্য নতুন টেডি বিয়ারের সঙ্গে খেলতে দেখা যায় নুসরতকে।
ডোরেমন থেকে অন্যান্য সফ্ট টয়েজের সঙ্গে ছবি শেয়ার করেন নুসরত। আর তারপরই তাঁর অনুরাগীদের মধ্যে উৎকণ্ঠার বহিঃপ্রকাশ ঘটে। কেউ কেউ আবার তাঁদের প্রিয় অভিনেত্রীকে জিজ্ঞাসা করে বসেন কোনও সুখবর আছে কিনা।
যদিও ভিডিও শেয়ার করার আগে একাধিক ফটোশ্যুট করেন নুসরত। নিজের সোশ্যাল হ্যান্ডেলে নুসরত ওই ছবি শেয়ার করার সাথে সাথে তা ভাইরাল হয়ে যায়। তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেত্রী হঠাৎ করে কেন ওই ফটোশ্যুট করলেন তা নিয়ে উৎসাহী হয়ে ওঠেন অভিনেত্রীর অনুরাগী ও ভক্তরা।
তবে নুসরতের ওই ফটোশ্যুট দেখে তাঁকে ভালবাসায় ভরিয়ে দেন অনেকে। এদিকে রাজ্যের বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার প্রকল্প নিয়ে ব্যস্ত সাংসদ অভিনেত্রীরা।
মিমি, নুসরত প্রত্যেকেই ‘দুয়ারে সরকার’ নিয়ে মানুষের কাছে পৌঁছে যেতে শুরু করেছেন। রাজনীতির পাশাপাশি নিজেদের বিভিন্ন ফটোশ্যুট এবং ছবির শ্যুটিং নিয়েও ব্যস্ত থাকছেন তাঁরা।