অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর।। মাকে হারালেন এ আর রহমানের। সোমবার সকালে চেন্নাইয়ের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অস্কার জয়ী সুরকারের মা করিমা বেগম। মায়ের মৃত্যুর খবর নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেন এ আর রহমান। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন করিমা বেগম।
এদিন সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। করিমা বেগমের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এ আর রহমান তাঁর মায়ের বেশ ঘনিষ্ঠ ছিলেন। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তাঁর মায়ের সংগীতের প্রবণতা এবং আধ্যাত্মিক দিক তাঁর চেয়ে অনেক বেশি।
তাঁর মা-ই তাঁকে সংগীত পরিচালনা করতে বাধ্য করেছিলেন। বিখ্যাত মিউজিক কম্পোজার আর.কে শেখরের স্ত্রী করিম বেগম। তাঁর মায়ের নাম ছিল কস্তুরি। ইসলাম ধর্ম গ্রহণের পর তাঁর নাম হয় করিমা বেগম। ১৯৭৬ সালে মারা যান আর কে শেখর।
এরপরই একা মা হিসেবে এ আর রহমান সহ নিজের তিন সন্তানকে কোলে পিঠে মানুষ করেন তিনি। নিজের সংগীত জগতের সমস্ত সফলতার কৃতিত্ব হামেশাই মা-কে দিয়ে এসেছেন এ আর রহমান।