অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর।। বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, কোনো একদিন তিনি যুক্তরাষ্ট্রের ক্লাবে খেলতে চান। ৩৩ বছর বয়সী এই ফুটবলার জানুয়ারি থেকে বিদেশি ক্লাবের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
নিজের ভবিষ্যৎ সম্পর্কে স্প্যানিশ টেলিভিশন লা সেক্সতাকে মেসি বলেন, ‘কী করতে যাচ্ছি, এখনো আমি জানি না। মৌসুমের শেষ পর্যন্ত অপেক্ষা করতে চাই। ‘আমি যুক্তরাষ্ট্র এবং সেখানকার লিগে খেলতে চাই। কিন্তু কোনো না কোনো ভাবে বার্সেলোনায় ফিরবো। ’ ‘এই মুহূর্তে টিমের ওপর ফোকাস থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মৌসুমটা ভালোভাবে শেষ করতে চাই।
শিরোপা জিততে চাই। অন্য কিছু নিয়ে বিচ্ছিন্ন হতে চাই না। ’গত আগস্টে বার্সা ছাড়তে চাওয়ার সেই প্রসঙ্গ তুলে মেসি বলেন, ‘আমি সবকিছুর জন্য দুঃখিত। সব সময় বলে এসেছি বার্সেলোনা আমার জীবন। সেই ১৩ বছর বয়স থেকে এখানে আছি। আর্জেন্টিনার চেয়ে বার্সেলোনায় বেশি সময় ধরে আছি।
এখানে সবকিছু শিখেছি। এই ক্লাব আমাকে খেলোয়াড় বানিয়েছে। ’ক্যাম্প ন্যু তে নিজের বর্তমান অবস্থাও জানিয়েছেন মেসি, ‘সত্য কথা হলো ভালো আছি। হ্যাঁ, এটাও সত্য যে গত মৌসুমে বাজে সময় কেটেছে কারণ মৌসুমটা যেভাবে শেষ হলো।
’‘সত্যটা হলো আমি-ই শুরুতে একটু জল ঘোলা করেছি। কিন্তু এখন ভালো আছি এবং সামনে সব শিরোপার জন্য লড়তে চাই। আমি জানি ক্লাব এখন বাজে সময় পার করছে। কিন্তু আমি সামনে তাকাতে চাই। ’