রামনগরে দুষ্কৃতকারীদের হামলায় ক্ষতিগ্রস্তের বাড়িতে মানিক সরকার

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ ডিসেম্বর।। সম্প্রতি রামনগর এলাকায় বিরোধী দলের কর্মী-সমর্থকদের বাড়িতে দুষ্কৃতিদের আক্রমণের ঘটনার পর সোমবার বিরোধী দলনেতা মানিক সরকার পরিদর্শনে যান। তিনি আক্রমণের শিকার হওয়া কর্মী-সমর্থকদের বাড়ি পরিদর্শন করে জানান, এটা মতাদর্শগত, রাজনীতিগতভাবে, সাংগঠনিকভাবে এবং প্রশাসনিকভাবে চূড়ান্ত ব্যর্থতার নিদর্শন হচ্ছে বিরোধীদের বিরুদ্ধে এ ধরনের আক্রমণ কেন্দ্রীভূত করা। বিরোধীরা বলছে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়ে এসেছে তা রক্ষা করুক। আর যদি বিরোধীদের সাথে লড়াই করতে হয় তাহলে সন্ত্রাসবাদ করে শেষ করা যাবে না।

পৃথিবীর কোন দেশ থেকে কমিউনিস্টদের শেষ করা যায় নি। অর্থাৎ সন্ত্রাস করে কমিউনিস্টদের শেষ করা যাবে না বলে হুঁশিয়ারি দেন বিরোধী দলনেতা মানিক সরকার। এটা শাসক দলের ব্যর্থতার পরিচয়। যেসব নতুন ছেলে মেয়েরা সিপিআইএম -এর দিকে এগিয়ে আসছে তাদের বাছাই করে এ ধরনের আক্রমণ শুধু জনবিচ্ছিন্নতাই হবে শাসক দলের বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এবং পুলিশ সম্পন্ন কাঠ পুতুল হয়ে দায়িত্ব পালন করছে।

কিন্তু আইনের রক্ষক হয়ে নিরপেক্ষভাবে অন্যায়ের বিরুদ্ধে দায়িত্ব পালন করার কথা। কিন্তু নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে না পারায়, সে পুলিশ থেকে মানুষ আস্থা হারাচ্ছে। আর কিছুদিন পর তারা তাদের বাড়িতে গিয়ে ছেলে মেয়েদের মুখ দেখাতে পারবে না বলে পুলিশকেও কাঠগড়ায় দাঁড় করালেন বিরোধী দলনেতা। এছাড়াও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতৃত্ব ভানুলাল সাহা এবং সুধন দাস।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?