অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর।। বছর শেষের ক্রিসমাসের আনন্দ পরিবারের সঙ্গে কাটালেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে গোয়ায় পাড়ি দেন মালাইকা। অর্জুন কাপুরের সঙ্গেই এবারের ক্রিসমাস কাটান মাল্লা। ক্রিসমাস উপলক্ষ্য়ে মালাইকা-অর্জুনের সঙ্গে গোয়ায় পাড়ি দেন অমৃতা অরোরাও।
ফলে গোয়া থেকে মালাইকা, অর্জুনের একের পর এক ছবি শেয়ার করতে শুরু করেন অমৃতা অরোরা। যার মধ্যে অন্যতম মালাইকার সবুজ মনোকিনির ছবি। সম্প্রতি অমৃতা অরোরা নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেন। যেখানে সবুজ রঙের মনোকিনিতে দেখা যায় মালাইকাকে।
সবুজ রঙের মনোকিনির সঙ্গে কমলা শ্রাগ পরে মালাইকা যখন জলে নামতে শুরু করেন, সেই সময় তাঁক ক্যামেরাবন্দি করেন অর্জুন কাপুর। মাল্লার সঙ্গে অর্জুনের সেই ছবি শেয়ার করেন অমৃতা। ‘সাইসাইন ডুয়ো’ বলে ক্যাপশন জুড়ে দিয়ে ছবি শেয়ার করেন অমৃতা অরোরা।
বোনের পাশাপাশি মালাইকা নিজেও সেই ছবি শেয়ার করেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। সম্প্রতি হিমাচল প্রদেশের ধরমশালা থেকে ছুটি কাটিয়ে মুম্বইতে ফেরেন মালাইকা অরোরা। এরপর আবারও ছুটি কাটাতে গেলেন গোয়া।