অনলাইন ডেস্ক, ২৮ ডিসেম্বর।। গতকালই ৫৫-য় পা দিয়েছেন বলিউডের ভাইজান। জাঁকজমক ছাড়াই পানভেলের ফার্ম হাউসে বার্থ ডে সেলিব্রেট করেছেন জমিয়ে।
সোশ্যাল মিডিয়া ভাসছে জন্মদিনের শুভেচ্ছা বার্তায়। মিষ্টি বার্তা পাঠিয়েছেন সলমনের অন্যতম কাছের বন্ধু জ্যাকলিন ফার্নান্ডেজও। সলমনের সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন বেবি ফিলটার দিয়ে এডিট করে।ক্যাপশনে স্রেফ হ্যাপি বার্থ ডে।
ইনস্টাগ্রামে এ ছবি পোস্ট হতেই কমেন্ট, ইমোজিতে উপচে পড়ছে। বেবি জ্যাকলিন ও বেবি সলমনকে দেখে নেট নাগরিকরা আনন্দে আত্মহারা। এক নেটিজেন লিখেছেন আপনাকে পুরো জাস্টিন বিবার এবং সেলেনা গোমেজ-এর মতো লাগছে। কেউ কমেন্ট করেছেন হাঃ, হাঃ কি মিষ্টি ছবি।
উল্লেখ্য, লকডাউন পর্বে পানভেলের ফার্ম হাউসে সলমনের সঙ্গে ছিলেন শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজ। তেরে বিনা ভিডিয়োতে রোম্যান্সে মজেছিলেন এই জুটি। আনলক পর্বে গত অগস্টে জ্যাকলিনের জন্মদিন ছিল। সেদিনও সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছিলেন সলমন খান।