স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ ডিসেম্বর।। বামুটিয়া ব্লকের তেবাড়িয়ার সবুজ সংঘ প্রাঙ্গণে আজ পশ্চিম জেলায় মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পের সূচনা হয়েছে৷ পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব এই প্রকল্পের সূচনা করেন৷ এই উপলক্ষে একদিবসীয় প্রশিক্ষণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়৷ মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্পের সূচনা করে জিলা পরিষদের সভাধিপতি অন্তরা সরকার দেব বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা ভোকাল ফর লোক্যালের উপর গুরুত্ব দিতে হবে৷ তাতে কৃষকরা যেমন স্বনির্ভর হবে পাশাপাশি রাজ্যের অর্থনৈতিক উন্নতিও হবে৷
অনুষ্ঠানে সম্মানিত অতিথির ভাষণে বিধায়ক ডা. দিলীপ দাস বলেন, এই প্রকল্পে উন্নত প্রজাতির গাভী পালনে সুুবিধাভোগীদের সহায়তা দেওয়া হবে৷ এতে জেলার গ্রামাঞ্চলে বসবাসকারী গাভী পালকগণ যেমন স্বনির্ভর হবেন তেমনি রাজ্যের অর্থনৈতিক বিকাশও ত্বরান্বিত হবে৷ অনুষ্ঠানে বিধায়ক কৃষ্ণধন দাস বলেন, বামুটিয়া কৃলষিপ্রধান অঞ্চল৷ পশুপাখির চিকিৎসার জন্য তেবাড়িয়া প্রাণী সাবসেন্টারটিকে প্রাণী চিকিৎসা কেন্দ্রে উন্নীত করার জন্য তিনি প্রয়োজনীয় উদ্যোগ নিতে প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকদের প্রতি অনুরোধ জানান৷
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গোমতী মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান সমীর দাস ও প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের যুগ্ম অধিকর্তা ডা. কমল কৃষ্ণ মজমদার৷ উপস্থিত ছিলেন ত্রিপুরা গো উন্নয়ন সংস্থার জেনারেল ম্যানেজার ডা. তপন কুমার ভূষণ৷ সভাপতিত্ব করেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শীলা দাস সেন৷ স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম ত্রিপুরা জেলার প্রাণীসম্পদ বিকাশ কার্যালয়ের উপধিকর্তা ডা. সুুবত শুক্ল দাস৷